ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুলের শোভাযাত্রা চলাকালীন ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: চলতি বছর ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। সোমবার সেই জয়ের আনন্দে শোভাযাত্রার আয়োজন করেছিল ক্লাব কর্তৃপক্ষ। সেই শোভাযাত্রাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
শোভাযাত্রা চলাকালীন সমর্থকদের ভিড়ে ধাক্কা মারে একটি বেপরোয়া গাড়ি। সোমবার ঘটনাটি ঘটে লিভারপুল শহরের ওয়াটার স্ট্রিটে। গাড়ির ধাক্কায় চার শিশু সহ অন্তত ৪৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে ব্রিটেনের সংবাদ মাধ্যমে দাবি। ইতিমধ্যে অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্রিটিশ নাগরিক এবং লিভারপুলেরই বাসিন্দা।
তবে পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে জঙ্গি কার্যকলাপের কোনও যোগ নেই। দীর্ঘদিন পরে ইপিএল ট্রফি এসেছে ক্লাবে। সেই আনন্দে সোমবার শোভাযাত্রার আয়োজন করেছিল লিভারপুল কর্তৃপক্ষ। ফুটবলার, কোচ সহ দলের সকলকে নিয়ে হুডখোলা বাসে চেপে শহরের রাস্তা পরিক্রমার কথা ছিল ইপিএল চ্যাম্পিয়নদের। প্রিয় দলের বিজয় শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন বহু সমর্থক।
স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা নাগাদ শোভাযাত্রা চলাকালীন সমর্থকদের ভিড়ে ধাক্কা মারে গাড়িটি। উত্তেজিত জনতা গাড়িচালককে ধরে ফেলেন। ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জন আহত হয়েছেন।তাঁদের মধ্যে জখম ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।