ইউরো ২০২০ এ স্প্যানিশ দলে সুযোগ না পেয়ে আবেগঘন বার্তা দিলেন সের্জিও র্যামোস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মরশুমটি বেশ অদ্ভুত রকমের ছিল সের্জিও র্যামোসের জন্য। চোট-আঘাত ও করোনায় অধিকাংশ সময়ে মাঠের বাইরে ছিলেন র্যামোস। চলতি বছরের জানুয়ারি থেকে রিয়ালের হয়ে কেবল দুটি ম্যাচই খেলতে পেরেছিলেন র্যামোস। আর এর জেরে আসন্ন ইউরোতে স্পেন দলে জায়গা পাননি র্যামোস।
আর এই নিয়ে ফুটবল বিশ্বে জোর আলোচনা চলছে। কোচ লুই এনরিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ফিটনেস ও খেলার অভাবের কারণেই দলে জায়গা পাননি স্পেনের অধিনায়ক। এবার দলে জায়গা না পাওয়া নিয়ে নিজের বক্তব্য শোনালেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।
নিজের টুইটারে র্যামোস লিখেছেন, "কিছু কঠিন মাস এবং অদ্ভুত একটি মরশুম যা আমার কেরিয়ারে এর আগে আসেনি, তার মাঝেই চলে এল ইউরো। আমি প্রতিদিন লড়াই করেছি, নিজের শরীর ও আত্মার সাথে, যাতে আমি রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের হয়ে একশো শতাংশ দিতে পারি। কিন্তু সব কিছু পরিকল্পনামাফিক হয় না।"
এরপর র্যামোস লিখেছেন, "এটি আমায় বেদনা দেয় যে আমি আমার দলকে সাহায্য করতে পারছি না এবং স্পেনের হয়ে খেলতে পারছি না, কিন্তু এক্ষেত্রে, সব থেকে ভালো হবে বিশ্রাম নিয়ে পুরো সুস্থ হয়ে পরের বছর আবারও ফিরে আসা যা আমরা সব সময় করে এসেছি। সত্যিই কষ্টের নিজের দেশকে প্রতিনিধিত্ব না করতে পারাটা, কিন্তু আমায় এই বিষয়ে শান্ত হতে হবে। আমি আমার টিমমেটদের শুভেচ্ছা জানাই এবং আশা করি এবারের ইউরোটা আমাদের জন্য ভালো যাবে। আমি আরও একজন সমর্থক হয়ে বাড়ি থেকে উৎসাহ দেব।"
এই প্রথমবার, কোনও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে স্প্যানিশ দলে রিয়াল মাদ্রিদের কোনও খেলোয়াড় নেই। র্যামোস ও দানি কার্ভাজাল চোটগ্রস্থ হলেও নাচো ফার্নান্ডেজ ও মার্কো অ্যাসেনসিওকে বাছেননি কোচ লুই এনরিকে। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ফুটবল বিশ্বে।