সৌদি আরবে জয় দিয়ে যাত্রা শুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইউরোপের সেরা লিগ গুলিতে এক যুগেরও বেশি সময় ধরে দাপটের সাথে খেলার পর সম্প্রতি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। বড় অঙ্কের চুক্তি নয় এশিয়াতে নতুন চ্যালেঞ্জের খোঁজেই মরুভুমিতে পা রেখেছেন রোনাল্ডো এমনটাই দাবি করেছিলেন তিনি।
সৌদি প্রো লিগে তার প্রথম ম্যাচে সম্পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়লেন রোনাল্ডো। ইত্তিফাক এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় লাভ করে আল নাসের। যদিও প্রথম ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট পান নি ক্রিশ্চিয়ানো।
দলের অধিনায়ক হিসাবে আত্মপ্রকাশ করা রোনাল্ডো প্রথমার্ধে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও দ্বিতীয় অর্ধে বেশ কিছু সুযোগ তৈরী করেছিলেন। মূলত ফরোয়ার্ড এবং দুই উইং ধরে খেলছিলেন রোনাল্ডো। বেশ কিছু স্কিলঅ দেখান তিনি, পাশাপাশি দলের সতীর্থদেরও দিয়েছেন বেশ কিছু গোলমুখি পাস। এমনকি ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি বাইসাইকেল কিকেরও চেষ্টা করেছিলেন তিনি। যদিও গোল করতে ব্যর্থ হন তিনি। এই জয়ের সাহায্যে আল নাসের লিগ টেবিলের শীর্ষে চলে যায়।