ফিফা বিশ্বকাপ ২০২২ : ঘোষিত হল ক্যামেরুনের ২৬ সদস্যের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বকাপে যে সমস্ত আফ্রিকান দেশের খেলার উপর সকলের নজর থাকে তার মধ্যে অন্যতম দেশ হল ক্যামেরুন। ১৯৯০ সালে কোয়ার্টার ফাইনাল খেলা ক্যামেরুন, গত বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে ২০২২ বিশ্বকাপে ফুটবল প্রেমিরা আবারও পেতে চলেছেন ক্যামেরুন দলকে। ওনানা, চৌপো মোটিং এর দেশ ২০২২ ফিফা বিশ্বকাপে গ্রুপ 'জি' তে রয়েছে । এই গ্রুপে তারা মুখোমুখি হবে শক্তিশালী ব্রাজিল, সুইজারল্যান্ড এবং সার্বিয়ার। কঠিন গ্রুপ হলেও বড় দলদের কঠিন লড়াইয়ের সম্মুখীন করবে ক্যামেরুনের খেলোয়াড়েরা তা বলাই যায়।
ক্যামেরুনের প্রধান প্রশিক্ষক রিগোবার্ট সং বিশ্বকাপের জন্য প্রধান ২৬ জন ফুটবলারের নাম ঘোষণা করেছেন। দেখে নিন কোন কোন ফুটবলার ক্যামেরুন জার্সিতে এবার সকলের নজর কাড়তে পারেন।
গোলকিপার- আন্দ্রে ওনানা, ডেভিস এপাসসি, সাইমন গাপান্ডৌনবু
ডিফেন্ডার- নিকোলাস কৌলৌ, এঞ্জো ইবোসসে, নৌহৌ টোলো, অলিভিয়ার বাইজো, কলিন্স ফাই, জিন-চার্লস ক্যাসেল্লেট্টো, ক্রিস্টোফার উহ, জেরম অনগুয়েন
মিডফিল্ডার- গেইল অন্ডোয়া, স্যামুয়েল গৌয়েট, পিয়েররে কুন্ডে, মার্টিন হংলা, আন্দ্রে-ফ্র্যাঙ্ক জাম্বো আঙ্গুইসসা, অলিভার চাম
ফরোয়ার্ড- জর্জেস-কেভিন কৌডৌ, ভিনসেন্ট আবৌবাকার, ব্র্যান এমবেউমো, জিন-পিয়েররে সামে, কার্ল টোকো ইকাম্বি, মৌমি এঙ্গামালেউ, এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং, ক্রিস্টিয়ান বাসসোগগ, সৌয়াইবৌ মারৌ