জুনের শেষে কলকাতা লিগ, খেলবে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন এ এর খেলা শুরু হচ্ছে আগামী জুনের শেষ দিকে ।সম্ভবত জুনের ২৪ থেকে শুরু হবে লিগ। বুধবার আইএফএ অফিসে আইএফএ কর্তারা প্রিমিয়ার ডিভিশন এর ক্লাবগুলোর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়। গতবারের লীগে অংশ না নেওয়া ইস্টবেঙ্গল ক্লাব প্রতিনিধি জানিয়ে দেন এই বছরের লীগে তারা খেলছেন। আজকের বৈঠকের সিদ্ধান্ত ডুরান্ড কমিটি এআইএফএফ এবং ক্রীড়া মন্ত্রী কে জানিয়ে দেওয়া হচ্ছে।