এক মাস পিছোল কলকাতা লিগের ফাইনাল, মহমেডানের অনুরোধ রাখল আইএফএ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর ফাইনাল নিয়ে যাবতীয় ধোঁয়াশা মিটল, তা বলাই যায়। ১৮ অক্টোবর খেলা হওয়ার কথা থাকলেও সেটিকে পিছিয়ে ১৮ নভেম্বরে পুনর্নির্ধারিত করা হয়।
তবে কথামতই যুবভারতী ক্রীড়াঙ্গনেই হবে রেলওয়ে এফসি ও মহমেডান স্পোর্টিং ক্লাবের এই ফাইনাল। আর এই কারণে মহমেডানের ফুটবলার ও কোচেদের ১২ দিনের ছুটি দেওয়া হয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে অনুশীলন শুরু করবে সাদা-কালো ব্রিগেড।
এদিকে মহমেডানের অনুরোধ রাখতে চলেছে আইএফএ ও রাজ্য সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে, কলকাতা লিগের ফাইনালে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেবে রাজ্য সরকার। ফলে ১৯৮১ সালের পর আবারও কলকাতা সেরা হওয়ার সেই আনন্দ সমর্থকদের মাঝেই নিতে পারবে মহমেডান সমর্থকরা।