কলকাতা লিগের ফাইনালের দিন পরিবর্তন! মহমেডানের অনুরোধে তৎপর আইএফএ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পূর্বে নির্ধারিত ছিল, আগামী ১৮ অক্টোবর কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ পর্বের ফাইনাল আয়োজিত হবে। কিন্তু সরকারি ছুটি আগামী ২১ অক্টোবর হওয়ার কারণে সেই ফাইনাল পিছিয়ে দিতে বাধ্য হচ্ছে আইএফএ। সচিব জয়দীপ মুখার্জির তরফ থেকে জানা গিয়েছে, আগামী শনিবারের মধ্যে পুনঃনির্ধারিত দিন ও সময় জানানো হবে।
এদিকে ১৯৮১ সালের পর আবারও কলকাতা সেরার খেতাব জয়ের দোড়গোড়ায় মহমেডান স্পোর্টিং। আর সেই কারণে এই ঐতিহাসিক মুহুর্তের স্বাক্ষী থাকতে সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি চেয়েছে সাদা-কালো ব্রিগেড। জানা গিয়েছে, শ্রীভূমির দুর্গাপুজোর প্যান্ডেলে ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসের সাথে দেখা করেন মহমেডান ক্লাবের সচিব দানিশ ইকবাল ও ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। উপস্থিত ছিলেন আইএফএ সচিবও।
আর মহমেডানের এই বিশেষ অনুরোধ রাখতে ইতিমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনারেটের সাথে আলোচনায় বসেছে আইএফএ। জানা গিয়েছে, এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নিতে পারবেন রাজ্য সরকার। ফলে অরুপ বিশ্বাস এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুমতি দিলেই দর্শক প্রবেশের অনুমতি দিতে পারবে আইএফএ।