ময়দানে আজ সাম্বা ঝড়, দেখুন কাফুর খেলার ভিডিও

এক্সট্রা টাইম ওইয়েব ডেস্কঃ কলকাতার মাটিতে এর আগে পা রেখেছেন বিশ্বব্যাপী তারকা-মহাতারকা ফুটবলার। এসেছেন মেসি-মারাদোনা-পেলে-ফোরলান। এছাড়াও আরও অসংখ্য কিংবদন্তী ফুটবলার। এবার ময়দানের বুকে আরও এক কিংবদন্তীকে বল পায়ে খেলতে দেখা যায়। তিনি মার্কোস ইভাঙ্গিলিস্টা ডি মোরাইস, ফুটবল জগৎ যাকে কাফু নামে চেনে।
দুইবারের ফুটবল বিশ্বকাপ জয়ী এবং পর পর তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলা কাফু ৫২ বছর বয়সেও বল পায়ে এখনো কার্যকরী। ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয়ের অধিনায়ক কাফু আজ একটি প্রীতি ম্যাচ খেলেন মহামেডান মাঠে। ম্যাচে সাম্বা জাদু দেখানোর পাশাপাশি কাফু দুটি গোলও করেন।
কিভাবে মহামেডান মাঠ কাঁপালেন কাফু? দেখে নিন-