আসামের রিপাবলিক কাপে চ্যাম্পিয়ান কলকাতার বিএসএস ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আসামের লেমডিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট 'রিপাবলিক কাপ'। ১২ দিন ব্যাপী চলে এই ফুটবল টূর্নামেন্ট। ২৭শে জানুয়ারি এই টূর্ণামেটের সূচনা হয় এবং ৭ই ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ হয়। এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নিয়েছিল।
নর্থ ইস্ট ইউনাইটেড (রিসার্ভ), আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, জর্জিয়ান নেপাল, মনিপুর ইউনাইটেড জাগা ইউনাইটেড ভুবনেশ্বর, শ্যামনগর এটিএস, কলকাতা বিএসএস স্পোর্টিং ক্লাবের মত দল অংশ নেয়। এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় জর্জিয়ান নেপাল ও বিএসএস স্পোর্টিং ক্লাব। ফাইনালে জর্জিয়ান নেপালকে ৪-০ গোলে হারিয়ে জয়লাভ করে কলকাতা বিএস এস স্পোর্টিং ক্লাব। সব মিলিয়ে ১২ দিন এই ব্যাপী ফুটবল টুর্নামেন্ট ছিল বেশ জমজমাট।