প্রাক্তন অধিনায়ক প্রিয়ন্তের হাতেই বধ মহমেডান, হারের হ্যাটট্রিক ব্ল্যাক প্যান্থার্সের

মহমেডান স্পোর্টিং - ০
বেহালা সাংস্কৃতিক সম্মিলনী স্পোর্টিং ক্লাব - ১ (দীপক কুমার রজক)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই ম্যাচটি ছিল দুই ফুটবলারের কাছে নিজেদের প্রমাণ করার লড়াই। মহমেডান স্পোর্টিং থেকে কার্যত বিতাড়িত দুই ফুটবলার তীর্থঙ্কর সরকার ও প্রিয়ন্ত সিং জার্সি বদলে এখন বিএসএসে। আর এবার কলকাতা লিগের ম্যাচে পুরোনো ক্লাব মহমেডানকেই হারাল তীর্থঙ্কর-প্রিয়ন্তের বিএসএস।
আর নিজের যথার্থতা প্রমাণ করে ম্যাচের সেরা হলেন প্রাক্তন সাদা-কালো অধিনায়ক ও গোলকিপার প্রিয়ন্ত সিং। ১৬ মিনিটে নিকোলা স্টোজানোভিচের দুরপাল্লার শট দারুণ সেভ করেন প্রিয়ন্ত। এরপর ২৮ মিনিটে আজহারউদ্দিন মল্লিকের মাইনাসে পাওয়া বলে মিলন সিং শট মারলে সেটিও সেভ করেন প্রিয়ন্ত। একের পর এক সুযোগ পেয়েও হাতছাড়া করে মহমেডান।
মাঝে বিএসএস আক্রমণের প্রয়াস চালালেও তেমন বিপদের কিছুই হয়নি। এদিকে আটটি কর্নার কিক থেকেও সুবিধা তুলতে পারেনি মহমেডান। ৩৫ মিনিটে শেখ ফৈয়াজ গোল করলেও তা অফসাইড দেন লাইন্সম্যান, যদিও এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েইছে। কিন্তু একেবারে অন্তিম সময়ে গোল তুলে এনেছে বিএসএস। আগুয়ান মহমেডান গোলকিপার মিঠুন সামন্তর মাথার উপর দিয়ে বাঁ পায়ে দারুণ গোল করেন দীপক রজক।
আর এর জেরে পরপর তিন ম্যাচ হেরে প্রচন্ড অস্বস্তিতে মহমেডান। মার্কাস জোসেফকে বসিয়ে ডিফেন্ডার শাহির শাহিনকে নামিয়েও হার বাঁচাতে পারলেন না আন্দ্রে চেরনিশভ। হারের হ্যাটট্রিকের পর খুশি হবেন না মহমেডান সমর্থকরা, তা স্পষ্ট।