ক্রোয়েশিয়া ম্যাচে অনিশ্চিত এই ব্রাজিলিয়ান তারকা! জানালেন টিটে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামার আগে, ব্রাজিল কোচ টিটে দলের গুরুত্বপূর্ণ এক সদস্যের খেলা নিয়ে ভরসা যোগাতে পারলেন না।
রাউন্ড অফ ১৬য় ব্রাজিল দৃষ্টি নন্দন ফুটবল খেলে সকলের নজর কেরেছিল। ৪-১ গোলে পরাস্ত করেছিল দক্ষিণ কোরিয়াকে। সামনে গত বারের রানার্স আপ। লুকা মড্রিকের মতো বিশ্বমানের খেলোয়াড়কে আটকাতে সেরা একাদশ নামাতে ব্রাজিল কোচ বদ্ধ পরিকর। তবে দলের রক্ষণ ভাগের অন্যতম ভরসা অ্যালেক্স স্যান্ড্রো বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনিশ্চিত একথা জানিয়ে দিলেন কোচ।
স্যান্ড্রো সুইজারল্যান্ড ম্যাচে কোমরের পেশিতে চোট পেয়েছিলেন। সেই চোট থেকে তিনি এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তবে টিটে জানিয়েছেন আজকের অনুশীলন দেখে তিনি শেষ সিদ্ধান্ত নেবেন।
অন্যদিকে ব্রাজিলের আরেক লেফট ব্যাক টেলেসও চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। স্যান্ড্রো যদি সম্পূর্ণ ফিট না হতে পারেন তাহলে ব্রাজিলের বাম-প্রান্তের রক্ষণ সামলাবেন ড্যানিলো।