প্যারাগুয়ের বিরুদ্ধে কঠিন জয় ব্রাজিলের, জেতা ম্যাচ কলম্বিয়াকে উপহার দিয়ে বসল আর্জেন্টিনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোপা আমেরিকা শুরুর আগে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের এই ম্যাচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ হিসেবে উঠে এসেছে। এদিন বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে যেমন কঠিন উপায়ে জয় পেয়েছে ব্রাজিল, অন্যদিকে জিতে যাওয়া ম্যাচ কার্যত কলম্বিয়াকে উপহার দিয়ে বসল আর্জেন্টিনা।
প্যারাগুয়ে - ০
ব্রাজিল - ২ (নেইমার, লুকাস পাকুয়েতা)
গত ম্যাচের স্কোরলাইন বজায় রেখে প্যারাগুয়ের বিরুদ্ধেও জয় পেল ব্রাজিল। কিন্তু এই জয়টি বেশ কঠিন ছিল সেলেকাওদের জন্য। চার মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের ক্রস প্রথমে রিচার্লিসন মিস করলেও পিছনে থাকা নেইমার গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। এদিকে প্যারাগুয়ের বল পজেশন এবং আক্রমণে ব্রাজিল বারবারই বিপদে পড়ছিল, তবে দারুণ কিছু সেভ দিয়েছিলেন গোলকিপার এডারসন। আর শেষে অতিরিক্ত সময়ে ডানদিক থেকে নেইমার পাস বাড়ান লুকাস পাকুয়েতার উদ্দেশ্যে, যিনি গোল করতে কোনও ভুল করেননি।
আর এর জেরে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে নিজেদের জয়রথ অব্যাহত রেখেছে। ছয় ম্যাচে ছয়টিই জিতে গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল।
কলম্বিয়া - ২ (লুই মুরিয়েল - পেনাল্টি, মিগুয়েল বোর্জা)
আর্জেন্টিনা - ২ (ক্রিশ্চিয়ান রোমেরো, লিয়ান্দ্রো পারেদেস)
পুনরায় সেই একই রোগ দেখা দিল আর্জেন্টিনার সংসারে। আক্রমণের ভান্ডার থাকা সত্ত্বেও ডিফেন্সে দূর্বলতা স্পষ্ট। নইলে আট মিনিটে দুই গোলের লিড থাকা কোনও দল শেষ মুহুর্তের গোলে ড্র করতে পারে। হ্যাঁ, এটি আর্জেন্টিনা বলেই সম্ভব।
তিন মিনিটের মাথায় রড্রিগো ডে পলের ফ্রি কিক থেকে ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো হেড করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর কয়েক মিনিট বাদে কলম্বিয়ার চারজন খেলোয়াড়কে টপকে, গোলকিপার ডেভিড ওসপিনাকে পরাস্ত করে গোল করেন পারেদেস।
তবে দুই গোলে পিছিয়ে থেকেও দমেনি কলম্বিয়া। মুহুর্মুহু আক্রমণ শানিয়ে গিয়েছে আর্জেন্টিনার ডিফেন্সে। লুই মুরিয়েল বেশ কিছু সুযোগ পেয়েছিলেন। আর শেষ অবধি মোক্ষম সুযোগ পেয়েছে কলম্বিয়া। দুভান জাপাটাকে বক্সের মধ্যে ফাউল করেন নিকোলাস ওটামেন্ডি, আর এর জেরে পেনাল্টি পায় কলম্বিয়া। পেনাল্টি থেকে গোল করেন মুরিয়েল। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে জুয়ান কুয়াদ্রাদোর ক্রস থেকে হেড করে কলম্বিয়াকে ফিরিয়ে আনেন মিগুয়েল বোর্জা। এই ড্রয়ের জেরে দ্বিতীয় স্থানেই থেকে গেল আর্জেন্টিনা।