কি অবস্থা নেইমারের চোটের? বড় আপডেট দিলেন ব্রাজিল টিমের ডাক্তার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার মধ্যরাতে ফিফা বিশ্বকাপ ২০২২ এর প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ ফলে হারায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে রিচার্লিসনের জোড়া গোলে জয় পায় সেলেকাওরা। তবে এই জয় সত্ত্বেও ব্রাজিল শিবিরে বড়সড় চিন্তা হাজির হয়েছে।
৮০তম মিনিটে মাঠ ছাড়েন ব্রাজিল দলের অন্যতম সুপারস্টার নেইমার। সার্বিয়ার বিরুদ্ধে নয়টি ফাউলের শিকার হন নেইমার, যা এবারের বিশ্বকাপে সর্বোচ্চ। কিন্তু ডান পায়ের গোড়ালিতে চোট পাওয়ার দরুণ মাঠ ছাড়তে হয় নেইমারকে। আর গোড়ালির সেই ছবি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্রাজিল সমর্থকরা।
কিন্তু চোটের ঠিক কি অবস্থা নেইমারের? এই নিয়ে ব্রাজিল জাতীয় দলের ডাক্তার বিশেষ আপডেট দিয়েছেন। তিনি বলেছেন, "নেইমারের ডান পায়ের গোড়ালিতে ট্রমা এসেছে। সার্বিয়ার খেলোয়াড়ের সাথে হাঁটুর সংঘর্ষের জেরে এমনটা হয়েছে। আমরা ইতিমধ্যেই চিকিৎসা শুরু করে দিয়েছিলাম যখন উনি বেঞ্চে ছিলেন।"
এরপর তিনি বলেন, "ফিজিওথেরাপির মাধ্যমে, আমাদের ২৪ থেকে ৪৮ ঘন্টা অপেক্ষা করতে হবে সঠিক পর্যালোচনার জন্য। আমরা এখনও এমআরআই এর জন্য যাইনি এবং শুক্রবার আমরা নতুন করে পর্যালোচনা করব।"
"আমাদের এখন অপেক্ষা করতে হবে, ওনার পরিস্থিতি নিয়ে আগে থেকে কোনও বার্তা দিতে পারব না আমরা। উনি চোট নিয়ে ১১ মিনিট মাঠে খেলেছেন।"
এদিকে ব্রাজিল হেড কোচ টিটে নেইমারের চোট নিয়ে বলেছেন, "নেইমার পুরো ম্যাচ জুড়ে যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন মাঠে থেকে দলকে সাহায্য করবেন। তাই এটি অসাধারণ যে উনি যন্ত্রণাকে সহ্য করেও দলের জন্য খেলে গিয়েছেন।"
আগামী ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। আর সেই ম্যাচে আদৌ নেইমারকে পাওয়া যাবে কিনা, সে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।