বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও শীর্ষস্থান থেকে ব্রাজিলকে সরাতে পারল না আর্জেন্টিনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন দেশ হিসেবে বলা হবে আর্জেন্টিনার নাম। কারণ ফিফা বিশ্বকাপ ২০২২ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে এই তকমা দখলে এনেছে আর্জেন্টিনা দল। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল যখন গত ২০ বছরে একবারও বিশ্বকাপ ফাইনাল খেলেনি, সেখানে আর্জেন্টিনা দুইবার ফাইনাল খেলে সদ্য জিতে নিল বিশ্বজয়ের খেতাব।
কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও শীর্ষস্থান থেকে ব্রাজিলকে সরাতে পারল না আর্জেন্টিনা। সদ্য প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে রেখেছে ব্রাজিল, এদিকে ফ্রান্সকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা।
তবে এই বিশ্বজয়ের জেরে ব্রাজিলের সাথে র্যাঙ্কিংয়ের পার্থক্য অনেকটাই কমেছে আর্জেন্টিনার। এর আগে পার্থক্য ছিল ৬৭ পয়েন্টের, এবার সেটি কমে হয়েছে মাত্র দুই পয়েন্টের।
এদিকে বেলজিয়াম দুই ধাপ নেমে চতুর্থ স্থানে নেমে গিয়েছে। নিজেদের পঞ্চম স্থান বজায় রেখেছে ইংল্যান্ড। দুই ধাপ উঠে ষষ্ঠ স্থানে উঠে এল নেদারল্যান্ডস।
তবে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্সের পুরষ্কার পেল তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী ক্রোয়েশিয়া ও মরক্কো। পাঁচ ধাপ উঠে সপ্তম স্থানে উঠেছে ক্রোয়েশিয়া। এদিকে ১১ ধাপ উঠে একাদশতম স্থানে উঠে এসেছে মরক্কো।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালি এবারের বিশ্বকাপ না খেলায়, দুই ধাপ নেমে অষ্টম স্থানে পৌঁছেছে। নবম স্থানে নিজেদের অবস্থান বজায় রেখেছে পর্তুগাল। আর তিন ধাপ নেমে দশম স্থানে এসেছে স্পেন।