পর্তুগালের পর ব্রাজিলের বড় প্রস্তাব পেলেন মোরিনহো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ বিশ্বকাপ শেষের পরেই পর্তুগাল ফুটবল দলের দায়িত্ব ছাড়েন ফের্নান্দো স্যান্টোস। স্যান্টোস দায়িত্ব ছাড়ার পরেই অভিজ্ঞ পর্তুগীজ প্রশিক্ষক মোরিনহোকে পর্তুগালের কোচ হওয়ার প্রস্তাব দেয় পর্তুগাল ফুটবল ফেডারেশনের কর্তারা। তিনিও আগ্রহী ছিলেন পর্তুগালের দায়িত্ব সামলানোর জন্য। কিন্তু বর্তমান খবর অনুযায়ী, মোরিনহো কোচিং করাতে পারেন নেইমার-ভিনিসিয়াসদের ব্রাজিল দলকে।
ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলি বৃহস্পতিবার পর্যন্ত দাবি করেছিল যে, মোরিনহোকে কোচ করতে এগিয়ে রয়েছে পর্তুগাল। কিন্তু শুক্রবার রাত থেকে জানা যায় যে, মোরিনহোকে নিয়ে রীতিমত টানাটানি শুরু হয়ে গেছে ব্রাজিল এবং পর্তুগালের মধ্যে।
খবর অনুযায়ী, কার্লো আনসেলোত্তি ছিলেন ব্রাজিলের প্রথম পছন্দ। কিন্তু কার্লো জানিয়েছে তিনি রিয়াল মাদ্রিদেই থাকতে চান ২০২৪ পর্যন্ত। তার পরেই ইউরোপে নিজেদের প্রতিনিধিদের পাঠান ব্রাজিল ফুটবল বোর্ড।
সেখানেই মোরিনহোর এজেন্ট জর্জ মেন্ডেসের সাথে কথা হয় তাদের।
২০১৭ সালে মোরিনহো একবার জানিয়েছিলেন, "ম্যানচেস্টার ইউনাইটেডে কাজ করার পর আমার মনে হয় আমার ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে সহজ কাজ প্রয়োজন। এবং ব্রাজিল দলের কোচিং করানো অত্যন্ত কঠিন কাজ। অবশ্যই এটি খুবই উত্তেজনাপূর্ণ হবে, যে কোনো কোচ ভালো ক্লাব এবং জাতীয় দলের সাথে কাজ করতে চায়।"
ব্রাজিল দলের এই কঠিন কাজ মোরিনহো গ্রহণ করবেন কি না সেই দিকেই এখন তাকিয়ে গোটা ফুটবল বিশ্ব।