ঐতিহ্যশালী মারাকানার ওয়াক অফ ফেমে ছাপ রাখার জন্য মেসিকে আমন্ত্রণ ব্রাজিলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ব্রাজিল ও আর্জেন্টিনার চিরপ্রতিন্দ্বীতার কথা কারোরই অজানা নয়। আর ফুটবল মাঠে এই দুই দেশের লড়াই সর্বজনবিদিত। কিন্তু চলতি বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মিলিয়ে দিয়েছেন একজনই, তার নাম লিওনেল মেসি। মেসির জাদুতে মোহিত হয়ে ফাইনালে আর্জেন্টিনার জয়ের প্রার্থনা করছিলেন অধিকাংশ ব্রাজিলিয়ানরাই।
এবার এই বিশ্বজয়ের পর মেসিকে বিশেষ সম্মান জানানোর উদ্যোগ নিল ব্রাজিল। নিজেদের দেশের ঐতিহাসিক স্টেডিয়াম মারাকানার ওয়াক অফ ফেমে পায়ের ছাপ রাখার জন্য মেসিকে আমন্ত্রণ জানিয়েছে রিও ডি জানেইরোর ক্রীড়া মন্ত্রক।
এই ওয়াক অফ ফেমে রয়েছে পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনো, রোনাল্ডো নাজারিওসহ একাধিক কিংবদন্তি ব্রাজিলিয়ানদের পায়ের ছাপ। পাশাপাশি চিলির এলিয়াস ফিগুয়েরোয়া, উরুগুয়ের আলসিডেস ঘিগিয়া ও সেবাস্তিয়ান আব্রেউ এবং জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাউয়ারের মত বিদেশী ফুটবলারদের পায়ের ছাপ রয়েছে এখানে। এবার সেই তালিকায় নাম জুড়ল লিওনেল মেসির।