একা মদ্রিচ নয়, ক্রোয়েশিয়ার মাঝমাঠকে নিয়ে চিন্তায় টিটে

অনিলাভ চট্টোপাধ্যায়, কাতার : শুক্রবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া। এই পরিস্থিতিতে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমি ফাইনালে উঠতে চাইবে ব্রাজিল।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে শুরুতেই পেলের সুস্থতা কামনা করেন টিটে। তিনি বলেছেন, "আমি পেলের সুস্থতা কামনা করছি। উনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। ওনার ব্যক্তিত্বের মাধ্যমে এই বিশ্বকাপটি চলছে, যেখানে একতা, সৌহার্দ্যতা ও সুসম্পর্কের মাধ্যমে বিভেদ দূরে সরছে।"
এদিকে গত ম্যাচে ক্রোয়েশিয়া যেভাবে এক্সট্রা টাইম ও পেনাল্টি শুটআউটের মাধ্যমে উঠেছে, সেখানে তাদের কঠোর মানসিকতাকে তুলে ধরেছে। পাশাপাশি ২০১৮ বিশ্বকাপেও শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে জিতেছিল এবং সেমি ফাইনালে এক্সট্রা টাইমে জয় পেয়েছিল ক্রোয়েশিয়া।
এই নিয়ে টিটে বলেছেন, "ওদের মধ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত দক্ষতা রয়েছে। ওদের মধ্যে কঠোরতা ও ধৈর্য রয়েছে, যা তাদের খেলাকে এক উচ্চতর জায়গায় নিয়ে যায়, আর সেই জায়গায় যাওয়া অত্যন্ত জরুরি। আমার ফোকাস হল নিজেদের কৌশলকে কাজে লাগানো এবং ব্রাজিলিয়ান দলের জন্য সেরা খেলা উপহার দেওয়া। এরপর যে ভালো খেলবে, তারাই উতরাবে।"
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে যেভাবে গোল করে নাচছিলেন ব্রাজিল ফুটবলার এবং খোদ টিটে, সে নিয়ে একাধিক সমালোচনা উঠেছে। তবে এই সকল সমালোচনা দূরে সরিয়ে দিলেন টিটে।
তিনি বলেছেন, "এটা আমার দল নয়, এটি ব্রাজিলের জাতীয় দল। এবং কোচ হিসেবে আমারও দায়িত্ব থাকে। আমি তাদের কোনও উত্তর দেব না যারা ব্রাজিলের ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে অজ্ঞাত। আমি যেমন, আমার দল যেমন, সেই সংস্কৃতিকে আমি সম্মান করি। ব্রাজিলের সংস্কৃতিতে কাউকে ছোট করা হয় না। এটাই আমাদের সভ্যতা।"
এর আগে ব্রাজিলের সাংবাদিক বৈঠকে একেবারে হঠাৎ করে উদয় হয়েছিল একটি বিড়াল। এবং এই নিয়ে বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন বিড়ালটি কেমন রয়েছে?
এর জবাবে হেসে টিটে বলেছেন, "আমাদের মিডিয়া ম্যানেজারই সেই বিড়ালটিকে তাড়িয়ে দিয়েছিল। ফলে আমরা জানি না বিড়ালটি কোথায়।"
ক্রোয়েশিয়ার অন্যতম বড় ভরসা হিসেবে রয়েছেন লুকা মদ্রিচ। তবে শুধু মদ্রিচ নয়, গোটা ক্রোয়েশিয়া দলকে নিয়ে ভাবছেন টিটে।
এই নিয়ে টিটে বলেছেন, "শুধু মদ্রিচ নয়, ক্রোয়েশিয়ার মাঝমাঠ যথেষ্ট আক্রমণাত্মক। আমাদের শুধু কম্বিনেশন নিয়ে ভাবলে হবে না, মার্কিংয়েও জোর দিতে হবে। আমরা আমাদের কৌশল শেয়ার করব না। আমরা ওদের খেলা জানি আর আমাদের সেই মত খেলতে হবে।"