হোটেলে এমন কান্নাকাটি করছিলেন, বাড়ি ফেরার বাসই মিস করতে বসেছিলেন রিচার্লিসন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ফিফা বিশ্বকাপ ২০২২ কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুটআউটে হেরে ছিটকে যায় ব্রাজিল। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের টুর্নামেন্টের অন্যতম বড় ফেভারিট ছিল, কিন্তু কোয়ার্টার ফাইনালেই তাদের যাত্রা শেষ হল। আর এটি মেনে নিতে পারছেন না ব্রাজিলের অগণিত সমর্থক।
মানতে পারেননি ফুটবলাররাও। নেইমার থেকে শুরু করে রড্রিগো, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়ররা কেউই নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। আর এর জেরে একেবারে সকাল সকাল টিম হোটেল ছেড়ে দেশের উদ্দেশ্যে রওনা হয় ব্রাজিল দল।
তবে দুঃখে নিজেকে সামলাতে না পারায় বড়সড় অসুবিধায় পড়তে হত ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রিচার্লিসনকে। হারের পর ব্রাজিল টিম হোটেলে নিজের ঘরে একা থাকতে চেয়েছিলেন রিচার্লিসন।
এরপর যখন দলের সদস্যরা একে একে বাসে উঠছিলেন, তখন হোটেলের বাইরে থাকা ব্রাজিল সমর্থকদের সাথে নিজের আবেগ শেয়ার করতে ব্যস্ত ছিলেন রিচার্লিসন। এমন সময়ে বাসটি ছাড়ার জন্য তৈরি ছিল। আর এর জেরে টিম বাস মিস করতে বসেছিলেন রিচার্লিসন।
দেখুন ভিডিও -