নতুন নেইমারকে পেয়ে গেল ব্রাজিল! চিনে নিন ভবিষ্যতের তারকাকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফুটবল আবির্ভাবের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ফুটবল এবং ব্রাজিল নামটি ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। সর্বোচ্চ বিশ্বকাপ জয়ের পাশাপাশি দৃষ্টিনন্দন ফুটবল, শত-শত তারকা ফুটবলারের জন্ম ইত্যাদি সব মিলিয়ে ফুটবল ভক্তদের কাছে ব্রাজিল একটি আকর্ষণীয় নাম।
ব্রাজিল দেশের অলিতে-গলিতে ৮ থেকে ৮০ সকলেরই ধ্যান-জ্ঞান ফুটবল। তারা ফুটবলের জন্যেই বাঁচেন। তার প্রমাণও বারংবার পেয়েছে বিশ্ব ফুটবল। প্রতি দশকেই যেসমস্ত তরুণ তারকা মাঠ কাঁপিয়েছে তাদের অনেকেই ব্রাজিলের খেলোয়াড়। বিশেষত বর্তমান সময়ও ব্রাজিলের তরুণ প্রজন্ম নজর কেড়েছে সকলের।
তবে তরুণদের জন্যে যেমন জায়গা করে দেয় ব্রাজিল তেমনই ৩০ পেরিয়ে গেলে তাদের স্থান অনিশ্চিত হয়ে যায় ব্রাজিল দলে। তাদের পরিবর্তে দলে সুযোগ পায় নতুন আরেক প্রজন্ম। ফুটবল সম্রাট পেলে ব্রাজিলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ৩১ বছর বয়সে। ৩৫ বছর বয়সে অবসর নিয়েছিলেন রোনাল্ডো নাজারিও, ৩০ বছর বয়সে তাঁর দেশের হয়ে খেলা শেষ কয়েকটি ম্যাচ। ৩৩ বছরে ব্রাজিল দল থেকে সরে যান রোনাল্ডিনহো। জিকো ব্রাজিলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ৩৩ বছর বয়সে।
ব্রাজিলের বর্তমান দলের অন্যতম প্রধান তারকা ফুটবলার নেইমারের বয়স এখন ৩০। এরপরের বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না সেই বিষয় নিশ্চিত নন নেইমার নিজেই। তাহলে নেইমারের বদলি কে? কে হতে চলেছেন ব্রাজিলের নতুন তরুণ তারকা? রিচার্লিসন? ভিনিসিয়াস? রাফিনহা? পাকুয়েতা? রড্রিগো?
বিশেষজ্ঞরা মনে করছেন এদের কেউ নন! ব্রাজিলের পরবর্তী সবচেয়ে বড় নাম হতে চলেছেন একজন ১৬ বছর বয়সী প্রতিভাবান ফুটবলার। ইতিমধ্যেই কথা উঠছে তিনি পেলে, রোনাল্ডো, রোনাল্ডিনহোদের মত জায়গা করে নেবেন বিশ্বফুটবলে।
তরুণ ফুটবলারটির নাম এন্ড্রিক ফিলিপে। ২০০৬ সালে জন্মানো এন্ড্রিক বর্তমানে ব্রাজিল ক্লাব পালমেইরাসের হয়ে খেলেন। লিগে ৭ ম্যাচ খেলে ৩ গল এবং ১ অ্যাসিস্ট করেছেন। মাত্র ১৬ বছর বয়সেই তিনি পালমেইরাসের হয়ে জিতে নিয়েছেন ব্রাজিলিয়ান কাপ। ব্রাজিলের অনুর্ধ্ব ১৭ দলের হয়ে ২০২২ সালে তিনি খেলেছেন ৪ টি ম্যাচ। ৪ ম্যাচে তিনি গোল করেছেন ৫টি এবং অ্যাসিস্ট করেছেন একটি।
তাঁর প্রতিভাকে কাজে লাগানোর জন্য চেলসি, পিএসজি, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো বড় দলগুলির মধ্যে চলছে ট্রান্সফার লড়াই। সম্প্রতি শোনা গেছে যে রিয়াল মাদ্রিদ ৭২ মিলিয়ন ইউরোর বিনিময় তাঁকে কিনতে চলেছে। যদিও এন্ড্রিক ২০২৪ সাল পর্যন্ত ব্রাজিলেই খেলবেন। কারণ ফিফার নিয়মানুযায়ী অপ্রাপ্তবয়স্ক ফুটবলাররা দেশের বাইরের ক্লাবের হয়ে খেলতে পারবেন না। সুতরাং ২০২৪-২৫ সাল থেকে সাদা জার্সি গায়ে স্প্যানিশ লিগে খেলতে দেখা যেতে পারে এন্ড্রিককে।