জয়রথ থামল ব্রাজিলের, ইকুয়েডরের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষায় লাভ পেলেন না কোচ টিটে

ব্রাজিল - ১ (এডের মিলিটাও)
ইকুয়েডর - ১ (অ্যাঞ্জেল মেনা)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করে ফেলেছিল ব্রাজিল, যার জেরে কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলের কম্বিনেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেন কোচ টিটে। নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, থিয়াগো সিলভারা খেলেননি এই ম্যাচে, এবং এর জেরে জয়রথ থেমে গেল ব্রাজিলের। ইকুয়েডরের বিরুদ্ধে ড্র করল সেলেকাওরা।
গ্যাব্রিয়েল বারবোসা, এভার্টন রিভেইরো, ডগলাস লুইজ ও ফাবিনহো শুরু থেকে খেললেও একেবারেই ছন্দ দেখাতে পারেননি। যদিও ৩৭ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন এডের মিলিটাও। কিন্তু তারপরে দ্বিতীয়ার্ধের শুরুতে পরিবর্ত হিসেবে নামা অ্যাঞ্জেল মেনা জোরালো শটে গোল করে সমতা ফেরান ইকুয়েডরকে।
তবে গোটা ম্যাচ জুড়ে ব্রাজিল সেভাবে নিজের ছন্দ দেখাতে পারেনি। লুকাস পাকুয়েতা বেশ উজ্জ্বল ভূমিকা নেন, পরিবর্ত হিসেবে নেমে ক্যাসেমিরো মিডফিল্ডকে আটোসাটো করেন, কিন্তু তা সত্ত্বেও নেইমারের ক্রিয়েটিভিটি বেশ অনেকটাই মিস করেছে ব্রাজিল। তবে রিজার্ভ বেঞ্চের শক্তি দেখে নিজের দলের গভীরতা বুঝে নিলেন কোচ টিটে।
ড্র সত্ত্বেও গ্রুপ বি থেকে শীর্ষস্থানেই শেষ করল ব্রাজিল। অপরদিকে ইকুয়েডরও আগামী পর্বের জন্য যোগ্যতা অর্জন করল। এছাড়া কলম্বিয়া ও পেরুও কোয়ার্টার ফাইনালে উঠল। যার জেরে ছিটকে গেল ভেনেজুয়েলা। তবে এই ড্র ব্রাজিলের রেকর্ড ভাঙা যাত্রাকে কিছুটা ব্যাহত করল। ২০১৯ সালের নভেম্বরে আর্জেন্টিনার বিরুদ্ধে ০-১ এ হারের পর এই প্রথম জয় পেল না ব্রাজিল, এর আগে টানা ১১টি ম্যাচ জিতে এসেছিল সেলেকাওরা।