সুপারক্লাসিকোয় এল না গোল, ফাউলের বন্যায় চলা ম্যাচে ড্রয়ে সন্তুষ্ট ব্রাজিল-আর্জেন্টিনা

আর্জেন্টিনা - ০
ব্রাজিল - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সুপারক্লাসিকো মানেই সেখানে উত্তেজক ও দৃষ্টিনন্দন ফুটবলের দেখা মিলবে। তবে ২০২২ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে যেন ফাউল আর কার্ডের বহরেরই দেখা মিলল, যেন কোপা আমেরিকা ফাইনালের রিপিট টেলিকাস্ট। তবে কোপার মত এখানে জয়সূচক গোল আসেনি, যার ফলে ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিল ও আর্জেন্টিনাকে।
তবে এই ড্র বেশি স্বস্তি দেবে ব্রাজিলকে। নেইমার-ক্যাসেমিরোহীন ব্রাজিল ড্র তুলে আনল আর্জেন্টিনার ঘর থেকে, যেখানে আর্জেন্টিনার হয়ে খেলেন লিওনেল মেসি। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা, তবে ধীরে ধীরে খেলা ধরে নেয় ব্রাজিল। দুই দলই বেশ আক্রমণাত্মক হলেও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি।
কিন্তু দৃষ্টিনন্দন ফুটবলে অন্তরায় হয়ে থেকেছিল শরীরী ফুটবল। দুই দল প্রত্যেকে ২১টি করে ফাউল করে, মোট সাতটি হলুদ কার্ড দেখা যায়। কার্যত লাল কার্ড হওয়া থেকে বেঁচে যান নিকোলাস ওটামেন্ডিও। যদিও ভিনিসিয়াস জুনিয়রের রেইনবো ফ্লিক ম্যাচের সেরা হাইলাইট হিসেবে উঠে আসে। দ্বিতীয়ার্ধে ফ্রেডের শট বার ছুঁয়ে বেরিয়ে যায়।
এই ড্রয়ের জেরে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল, এর আগে ব্রাজিল প্রথম দল হিসেবে যোগ্যতা অর্জন করেছিল। আর এই ড্রয়ের দ্বারা গত দুই বছর একটিও ম্যাচ হারেনি আর্জেন্টিনা, টানা ২৭টি ম্যাচ অপরাজিত থেকেছে।