অনভিজ্ঞ জার্মানিকে নাচিয়ে ছাড়ল ব্রাজিল, রিচার্লিসনের হ্যাটট্রিকে উড়ে গেল জার্মান বাহিনী

ব্রাজিল - ৪ (রিচার্লিসন - ৩, পাউলিনহো)
জার্মানি - ২ (নাদিয়েম আমিরি, আকে)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামীকাল অর্থাৎ শুক্রবার টোকিও অলিম্পিকের উদ্বোধন, কিন্তু তার আগে ফুটবল ইভেন্টের খেলাগুলি শুরু হয়ে গেল। আর প্রথম দিনেই নামল দুই হেভিওয়েট ব্রাজিল ও জার্মানি। যদিও জার্মানির বিরুদ্ধে সহজ জয় হাসিল করল ব্রাজিল।
এ যেন কার্যত ছেলেখেলা হল জার্মানিকে নিয়ে। কার্যত অনভিজ্ঞ এক জার্মান দলকে পরাস্ত করল শক্তিশালী ব্রাজিল দল। আর এর পুরো কৃতিত্ব যায় রিচার্লিসনের উপর। দুরন্ত হ্যাটট্রিক করে জেতান দেশকে।
৮ মিনিটে রিচার্লিসন শট মারেন, যদিও তা সেভ করেন জার্মান গোলকিপার মুলার, কিন্তু রিবাউন্ডে সহজেই গোল করেন রিচার্লিসন। এরপর ২৩ মিনিটে একেবারে ফাঁকায় আরানার ক্রস পান রিচার্লিসন, যিনি হেড করে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন। আর ৩০ মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করেন রিচার্লিসন। কুনহার পাসে দুরন্ত বাঁক খাওয়ানো শটে গোল করেন এভার্টনের এই তারকা ফুটবলার।
যদিও ৫৭ মিনিটে দুরন্ত ভলিতে জার্মানিকে সান্ত্বনার গোল দেন নাদিয়েম আমিরি। ৬২ মিনিটে দুটি হলুদ কার্ড দেখে বিদায় নেন জার্মানির অধিনায়ক আর্নোল্ড। কিন্তু তারপরেও লড়াই চালিয়ে যায় জার্মানি। ৮৩ মিনিটে ক্রস থেকে হেড করে জার্মানির জন্য আশা যোগান আকে। কিন্তু অতিরিক্ত সময়ে গোল করে জার্মানির আশাভঙ্গ করে দেয় ব্রাজিল। কাউন্টার অ্যাটাক থেকে দুরন্ত গোল করে ব্রাজিলের লিড বাড়ান পাউলিনহো।
তবে ব্রাজিল গোলের মালা পড়াতে পারত জার্মানিকে। একাধিক সহজ সুযোগ মিস করে সেলেকাওরা। কিন্তু এই জয়ে স্পষ্ট, ২০১৬ এর দুরন্ত পারফর্মেন্স বজায় রাখতে মরিয়া তারা।