নেইমার-রাফিনহার অনবদ্যতায় উরুগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল

ব্রাজিল - ৪ (নেইমার, রাফিনহা - ২, গ্যাব্রিয়েল বারবোসা)
উরুগুয়ে - ১ (লুই সুয়ারেজ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২২ ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় সময়ে শুক্রবার মুখোমুখি হয়েছিল দক্ষিণ আমেরিকার দুই হেভিওয়েট দল ব্রাজিল ও উরুগুয়ে। আর সেই ম্যাচে কার্যত দাপটের সাথে উরুগুয়েকে উড়িয়ে দিল সেলেকাওরা।
এই ম্যাচে অসাধারণ ছন্দে দেখা যায় নেইমারকে। নিজের স্কিল ও ফুটবল বুদ্ধির অনবদ্যতায় বারবার উরুগুয়ের ডিফেন্সকে ঝামেলায় ফেলছিলেন। ১০ মিনিটের ফ্রেডের পাস চেস্ট ট্র্যাপ করে উরুগুয়ের গোলকিপার ফার্নান্ডো মুসলেরাকে কাটিয়ে দুরন্ত গোল করেন নেইমার। এরপর ১৮ মিনিটে একদম কাছ থেকে গোল করেন রাফিনহা। এই ভাবেই প্রথমার্ধ শেষ হয়।
এরপর দ্বিতীয়ার্ধে আবারও ব্রাজিলের দাপট অব্যাহত থাকে। ৫৮ মিনিটে নেইমারের অ্যাসিস্টে দুরন্ত কাউন্টার অ্যাটাকে গোল করেন রাফিনহা। তবে ৭৭ মিনিটে ফ্রিকিক থেকে উরুগুয়ের হয়ে সান্ত্বনামূলক গোল করেন তারকা ফরোয়ার্ড লুই সুয়ারেজ। কিন্তু ৮৩ মিনিটে নেইমারের পাসে গোল করেন গ্যাব্রিয়েল বারবোসা।
তবে ব্রাজিল গোলের মালা পড়াতে পারত, নেইমার ও রাফিনহার একাধিক শট বাঁচান মুসলেরা। তবে এই হারের পর উরুগুয়ের হতাশাজনক যাত্রা অব্যাহত থাকে, যোগ্যতা অর্জন পর্বের নয় ম্যাচে মাত্র দুটি জিতেছে তারা। এদিকে আর্জেন্টিনার থেকে ছয় পয়েন্টে এগিয়ে গিয়ে শীর্ষস্থান ধরে রাখল ব্রাজিল।