২০১৬ এর পর ২০২১, পুনরায় দ্বিতীয়বার ফুটবলে ব্রাজিলের স্বর্ণপদক জয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার পুরুষদের ফুটবলে স্বর্ণপদক ম্যাচে স্পেনের বিপক্ষে ২-১ গোলে জয়ী হয়ে পুনরায় স্বর্ণপদক জিতল ব্রাজিলের ফুটবল দল।
স্বাভাবিক সময়ের খেলা ১-১ সমাপ্ত হওয়ার পর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ম্যালকম, আন্টনির একটি ডায়াগোনাল পাসের দিকে ছুটে যায় এবং ডাইভ করে বলটি জালে জড়িয়ে দেন। এই গোল ব্রাজিলকে রিও অলিম্পিক এর পরে আবার স্বর্ণপদক পেতে সাহায্য করে।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন ৩৯ তম মিনিটে পেনাল্টি মিস করেছিলেন। কিন্তু তারপরেই হাফটাইমের ঠিক আগেই দক্ষিণ আমেরিকানরা লিড দখল করে নেয় দানি আলভেজের করা ক্রস থেকে। এরপর স্পেন কিছুটা হলেও খেলায় ফিরেছিল , ৬১তম মিনিটে যখন কার্লোস সোলারের একটি ক্রসে মিকেল ওরাবাজাল বাঁ পায়ের ভলিতে ব্রাজিলীয় গোলকিপার সানটোসকে পরাস্ত করেন।
স্প্যানিয়ার্ডরা স্বাভাবিক সময়ের শেষ পাঁচ মিনিট ব্রাজিলকে যথেষ্ট বেগ দিয়েছিল। কিন্তু অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মালকম তাদের সেই প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দেয় এবং ব্রাজিলের জন্য স্বর্ণ পদক পাওয়ার গৌরব আবার ফিরিয়ে নিয়ে আসে টানা দ্বিতীয়বারের জন্য।