দুরন্ত লড়াই করে পেরুকে হারাল ব্রাজিল, সুযোগের সদ্ব্যবহার করে ফাইনালে সেলেকাওরা

ব্রাজিল - ১ (লুকাস পাকুয়েতা)
পেরু - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কষ্টার্জিত জয় নয়, বরং বেশ লড়াকু জয় হাসিল করেছে ব্রাজিল। রিওর মাঠে কোপা আমেরিকার সেমি ফাইনালে পেরুর বিরুদ্ধে জয়টি সহজ ছিল না সেলেকাওদের জন্য। কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে জিতে ফিরল ব্রাজিল।
শুরুর ৩০ মিনিটে দুই দলই বেশ বড় সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু ৩৫ মিনিটে দুর্দান্ত স্কিলে তিন ডিফেন্ডারকে টপকে নেইমার বল বাড়ান লুকাস পাকুয়েতার উদ্দেশ্যে, যিনি সহজেই গোল করে ফেলেন।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরানোর দারুণ সুযোগ পায় পেরু। কিন্তু জিয়ানলুকা লাপাডুলার গোলমুখী শট সেভ করেন এডারসন। কিন্তু দ্বিতীয়ার্ধে ব্রাজিল অত্যন্ত দাপুটে ফুটবল খেলে, পেরু লড়াই চালিয়ে গেলেও কোনও সুরাহা মেলেনি। আর এর জেরে পরপর দুই বছর ফাইনালে পৌঁছল নেইমাররা।
এবার তারা অপেক্ষায় থাকবে দ্বিতীয় সেমি ফাইনালে আর্জেন্টিনা ও কলম্বিয়া ম্যাচের জন্য। সুতরাং মারাকানায় বেশ হাড্ডাহাড্ডি ও হেভিওয়েট একটি ম্যাচ দেখতে চলেছে ফুটবল বিশ্ব, তা বলাই যায়।