রুদ্ধশ্বাস লড়াইয়ে নাভিঃশ্বাস তুলে দেওয়া মেক্সিকোকে পেনাল্টিতে হারিয়ে ফাইনালে ব্রাজিল

মেক্সিকো - ০
ব্রাজিল - ০
পেনাল্টিতে ৪-১ ফলে জয়ী ব্রাজিল
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সেমি ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের স্বাক্ষী থাকল টোকিও। দক্ষিণ আমেরিকার দুই হেভিওয়েটের লড়াইয়ে ছিল টানটান উত্তেজনা, কিন্তু শেষ অবধি মানসিক চাপ বজায় রেখে পেনাল্টি শুটআউটে জয়ী ব্রাজিল।
দুই দলই সমানে সমানে লড়াই চালিয়ে গিয়েছে, ফাউল-ফ্রিকিকে বেশ কয়েক বার খেলায় বিরতি ঘটেছে। ব্রাজিল হোক কিংবা মেক্সিকো, কেউ কাউকে এক ইঞ্চিও ছাড়তে রাজি ছিল না। এমনকি, খেলা অতিরিক্ত ৩০ মিনিটে গড়ালেও সেখানে গোল আসেনি। ব্রাজিল ও মেক্সিকো দুজনেই প্রচুর শট মেরেছে, কিন্ত কাঙ্খিত গোল আসেনি। যার জেরে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।
প্রথম পেনাল্টিতে ব্রাজিলের হয়ে গোল করেন ড্যানি আলভেস, কিন্তু ফিরতি পেনাল্টিতে এদুয়ার্ডো আগুয়ইরের শট সেভ করেন স্যান্টোস। এরপর দ্বিতীয় পেনাল্টি থেকে ব্রাজিলের লিড আরও বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। তবে মেক্সিকোর দ্বিতীয় শটে পেনাল্টি পোস্টে মারেন জোহান ভাসকেজ। তৃতীয় পেনাল্টিতে ব্রাজিলের হয়ে গোল করেন ব্রুনো গুইমারেস। তবে এবার মেক্সিকোর হয়ে খাতা খোলেন কার্লোস রডরিগেজ। আর শেষে অন্তিম শটে ব্রাজিলের হয়ে জয়সূচক গোল করেন রেইনিয়ার।
আর রেইনিয়ারের গোলে ফাইনালের যোগ্যতা অর্জন করল ব্রাজিল। পরপর দুটি অলিম্পিক ফুটবলে সোনা জেতার নজির গড়বে ব্রাজিল। এখন অপেক্ষার, ফাইনালে স্পেন না জাপান, কাকে সামনে পাবে ব্রাজিল।