বিতর্কিত জয় ব্রাজিলের, অন্তিম মুহুর্তের নাটকে কলম্বিয়াকে হারাল সেলেকাওরা

ব্রাজিল - ২ (রবার্তো ফিরমিনো, ক্যাসেমিরো)
কলম্বিয়া - ১ (লুই ডিয়াজ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মনে হচ্ছিল যে জয়যাত্রার ইতি ঘটতে চলেছে এবারে। কিন্তু বিতর্ক ও নাটকের চুড়ান্ত মিশেলে কলম্বিয়াকে হারাল ব্রাজিল। আর এর জেরে কোপা আমেরিকায় জয়রথ অক্ষুণ্ণ রাখল চ্যাম্পিয়নরা।
যদিও শুরুতেই গোল পেয়ে গিয়েছিল কলম্বিয়া। ১০ মিনিটে জুয়ান কুয়াদ্রাদোর ক্রসে লুই ডিয়াজ দুর্দান্ত গোল করে এগিয়ে দেন দেশকে, নিঃসন্দেহে টুর্নামেন্টের অন্যতম সেরা গোল। এরপর ব্রাজিলের বিরুদ্ধে কার্যত ডিফেন্সিভ মোডে চলে যায় কলম্বিয়া। বারবার কলম্বিয়ার বক্সে হানা দিলেও গোল করতে পারে না ব্রাজিল।
এই পরিস্থিতিতে বিতর্কিত গোলে সমতা ফেরায় সেলেকাওরা। ৭৭ মিনিট নাগাদ নেইমারের পাস লাগে আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানার হাঁটুতে। যার জেরে ড্রপ বলের জন্য কলম্বিয়ার খেলোয়াড়রা খানিক থমকে যায়, কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলে লুকাস পাকুয়েতা বল বাড়ান রেনান লোদিকে, যিনি দুর্দান্ত একটি ক্রস বাড়ান রবার্তো ফিরমিনোর উদ্দেশ্যে, আর হেড মেরে কলম্বিয়ান গোলকিপার দাভিদ ওসপিনাকে পরাস্ত করেন লিভারপুলের এই ফরোয়ার্ড।
এদিকে কলম্বিয়ার খেলোয়াড়রা গোলের প্রতিবাদ করলেও রেফারি নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয়। আর ম্যাচের অতিরিক্ত সময়ের ১০ মিনিটের মাথায় নেইমারের কর্নারে ক্যাসেমিরো গোল করে জিতিয়ে দেন ব্রাজিলকে। নিঃসন্দেহে নাটকে ভরপুর ছিল এই ম্যাচ।