লাল কার্ড সত্ত্বেও চিলির বিরুদ্ধে কঠিন জয় ব্রাজিলের, চিলির ঝাঁঝ টের পেল সেলেকাওরা

ব্রাজিল - ১ (লুকাস পাকুয়েতা)
চিলি - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জয়রথ অব্যাহত রাখল ব্রাজিল, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ চিলির বিরুদ্ধে কষ্টার্জিত জয় হাসিল করল ব্রাজিল। গ্যাব্রিয়েল জেসুসের লাল কার্ড সত্ত্বেও লড়াই করে চিলির ঝাঁঝে জল ঢেলে দিলেন সেলেকাওরা।
শুরুতেই দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। ২০ মিনিটে নেইমারের পাসে রবার্তো ফিরমিনো গোলের সুযোগ পেয়ে তা মিস করেন। এদিকে চিলিও বেশ আক্রমণাত্মক হয়ে উঠেছিল। থিয়াগো সিলভাকে বোকা বানিয়ে এডুয়ার্ডো ভারগাস দুরন্ত শট মারলে তা সেভ করেন এডারসন।
এদিকে যাবতীয় নাটক শুরু হয় দ্বিতীয়ার্ধে। পরিবর্ত হিসেবে নামা লুকাস পাকুয়েতা দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৬০ সেকেন্ডেই গোল করেন, একেবারে ক্লোজ রেঞ্জে ভলি মেরে পরাস্ত করেন ক্লদিও ব্রাভোকে। কিন্তু তার কয়েক মিনিট পরে ইউজিনিও মেনার মুখে উদ্দেশ্য করে হাই কিক মারেন গ্যাব্রিয়েল জেসুস, যার জেরে লাল কার্ড দেখেন এই ফরোয়ার্ড।
ব্রাজিল দশ জনে হয়ে যাওয়ার পর চিলি অতিরিক্ত খেলোয়াড়ের সুবিধা নিয়ে চাপ বাড়াতে থাকে, কিন্তু ব্রাজিল দারুণ লড়াই করে আর শেষ অবধি নিজেদের জয়ে দমে থাকে। আর এই জয়ের জেরে সেমি ফাইনালে উঠল টিটের ছেলেরা, যেখানে তারা খেলবে পেরুর বিরুদ্ধে।