কলকাতা ডার্বির আগে আশাবাদী বিনু জর্জ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ১ নভেম্বর কিশোর ভারতী স্টেডিয়ামে কলকাতা লিগের সুপার ৬ ম্যাচে চ্যাম্পিয়ন দল মহামেডানের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল দল। কলকাতা ডার্বির আগে লাল হলুদ কোচ বিনু জর্জ দল এবং লিগ নিয়ে বেশ কিছু কথা বলেন।
বিনু জর্জ প্রথমেই কলকাতা লিগ খেলা নিয়ে বলেন, "কলকাতা লিগ ভারতের অন্যতম পুরাতন লিগ। এই লিগ খেলে আমার খেলোয়াড়রা অনেক কিছু শিখেছে এবং অভিজ্ঞতা সংগ্রহ করেছে।"
কলকাতা ডার্বি নিয়ে লাল হলুদ প্রশিক্ষক বলেন, "মহামেডান স্পোর্টিং খুবই ভালো দল, তাঁরা আইলিগও খেলছে। আমি খুব খুশি তাদের বিরুদ্ধে ম্যাচ হওয়ায়। আমার দলের খেলোয়াড়রা তরুণ। তাঁরা সবসময় মুখিয়ে থাকে বড় দলের বিরুদ্ধে খেলার জন্য। আমি আশা করি মহামেডানের মতন বড় দলের বিরুদ্ধে আমার খেলোয়াড়রা ভাল খেলবে।"
সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, "প্রথমেই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি হারার জন্য সমর্থকদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা প্রতিদিন উন্নতি করছি এবং ভবিষ্যতে আরও উন্নতি করব। আপনারা সমর্থন করতে থাকলে আমাদের খেলোয়াড়রা আরও ভাল খেলার অনুপ্রেরণা পাবে।"