রোনাল্ডোকে ২০২২ বিশ্বকাপের বড় ব্যর্থতার তকমা দিলেন জার্মানির কিংবদন্তী লোথার ম্যাথিউজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুই মহাতারকার যেন দুই ভিন্ন কাহিনী রচিত হয়েছে। এক দিকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল মেসি, অন্যদিকে পর্তুগালের হয়ে নকআউট পর্বে শুরু থেকেই খেলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এবং এবারের বিশ্বকাপে রোনাল্ডোকে বড়সড় ব্যর্থতা হিসেবে তুলে ধরেছেন জার্মান কিংবদন্তী লোথার ম্যাথিউজ। তিনি মনে করছেন, নিজের ইগোর জন্য নিজের ঐতিহ্যকে নষ্ট করেছেন রোনাল্ডো।
এক সাক্ষাৎকারে ম্যাথিউজ বলেছেন, "ওনার ইগোর সমস্যার জন্য রোনাল্ডো নিজের ও নিজের দলের ক্ষতি করেছেন। কোনও সন্দেহ নেই যে উনি একজন অসাধারণ খেলোয়াড় ও দুর্ধর্ষ ফিনিশার ছিলেন। কিন্তু এখন উনি নিজের ঐতিহ্যকে নষ্ট করেছেন। উনি কোনও দলে সুযোগ পাবেন কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে। আমার রোনাল্ডোর জন্য খারাপ লাগে।"
এদিকে রোনাল্ডোকে ব্যর্থতার তকমা দিলেও, আর এক মহাতারকা লিওনেল মেসির প্রশংসায় মেতেছেন ম্যাথিউজ।
তিনি বলেছেন, "রোনাল্ডো নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের বড় ব্যর্থতা, মেসির একেবারে বিপরীত। মেসি একজন প্রকৃত বিজয়ী। উনি এটির যোগ্য কারণ উনি আমায় এবং সকল ফুটবল ভক্তদের নিজের ক্ষমতার ফলে গত ১৭-১৮ বছর ধরে আনন্দ দিয়ে এসেছেন। আমার কাছে, এই সহস্রাব্দের সেরা খেলোয়াড় মেসি।"