ডুরান্ড ফাইনালের টিকিটের জন্য উপচে পড়া ভিড় কলকাতা ময়দানে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও যেন কলকাতা ময়দানে সেই চিরাচরিত পরিবেশ। দর্শকের আগমণ, সমর্থকদের উল্লাস - ডুরান্ড কাপের মাধ্যমে আবারও কলকাতা ময়দানের প্রাণ ফিরে এল। আগামী রবিবার অর্থাৎ ৩ অক্টোবর ডুরান্ড কাপ ফাইনালে বাংলার মহমেডান স্পোর্টিং নামবে এফসি গোয়ার বিরুদ্ধে, যাদের কিছু সদস্য এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলে এসেছে। সুতরাং প্রেস্টিজ লড়াই সাদা-কালো ব্রিগেডের কাছে।
আর বিগত কয়েক বছরের মহমেডানের সব থেকে বড় লড়াইয়ে তাদের পাশে থাকতে চাইছে মহমেডান সমর্থকরা। ডুরান্ড ফাইনালের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে ৩৭ হাজার টিকিট ছাড়া হয়েছে, যা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে মহমেডান তাঁবুতে। এবং দেখা গিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার একেবারে লাইন দিয়ে সেই টিকিট নিচ্ছেন মহমেডান সমর্থকরা।
শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলা থেকে মহমেডান সমর্থকরা ভিড় করেছেন ময়দানে। উত্তরবঙ্গ থেকেও অসংখ্য সমর্থক এসেছেন স্রেফ নিজের প্রিয় ক্লাবের খেলা দেখবেন বলে। সত্যি, একেই বলে আবেগ।
তবে শুধু মহমেডান সমর্থক বললে ভুল হবে, বাংলার অসংখ্য ফুটবলপ্রেমী - সে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকই হন না কেন, লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কিনছেন। মাঠের ৯০ মিনিট বিবাদ থাকলেও আদতে তো সকলেই ফুটবলের ভক্ত, ফলে এরকম একটি হাড্ডাহাড্ডি ম্যাচের স্বাক্ষী হতে উদ্যোগী সকলে।