বড় ধাক্কা শাসক গোষ্ঠীর! মহমেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন বাতিল আদালতের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রাক্তন সচিব ওয়াসিম আক্রামের মামলায় বড় ধাক্কা পেল মহমেডান স্পোর্টিংয়ের শাসক গোষ্ঠী। মহামান্য বিচারপতি মৌসুমি ভট্টাচার্য্বের ডিভিশন বেঞ্চ ক্লাব প্রদত্ত সদস্য তালিকা ও আয় ব্যয়ের হিসেবে একাধিক ভুল ও অসঙ্গতি খুঁজে পেয়েছেন - যার জেরে মহমেডান স্পোর্টিং ক্লাবে আসন্ন নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
ক্লাবের দেওয়া সদস্য তালিকায় ক্লাবের বর্তমান সভাপতি, সহ সভাপতি ও ক্রিকেট সচিবের পাশাপাশি নাম নেই একাধিক প্রাক্তন কর্তার। লকডাউনের মাঝে কি কারণে নির্বাচন - তার কোনও সদুত্তর নেই আইনজীবীর। আর এর জেরে ক্লাব শাসকদের প্রতি অসন্তুষ্ট হয়ে আগামী ৩ জুলাই আয়োজিত হওয়া নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত দেওয়া হয়।
এদিকে এই মামলার পিছনে ওয়াসিমের দাবি ছিল, বর্তমান শাসক গোষ্ঠী অনৈতিক ভাবে সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্লাব দখল করে আছেন। এছাড়া বর্তমান পরিচালন কমিটির কিছু সদস্য ক্লাব তহবিল থেকে নিজেদের ব্যাক্তিগত স্বার্থের জন্য আর্থিক তছরূপ করছেন - এমনও অভিযোগ তুলেছেন তিনি। আর সেই কারণে ক্লাবে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়ে নির্বাচন করার দাবি তুলেছিলেন ওয়াসিম। এদিন আদালতে জানানো হয়, একই দাবি নিয়ে ক্লাবের ১৬ জন সদস্য মামলা দায়ের করেছেন। তাদের সকলের মামলা এই মূল মামলার সাথে যুক্ত করা হবে।
শাসকগোষ্ঠীকে এই মর্মে একটি এফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দেন মাননীয়া বিচারপতি। এছাড়া তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মামলার নিষ্পত্তি না হওয়া অবধি ক্লাব নির্বাচন হবে না।