ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ এডুকেটরকে অ্যাকাডেমি থেকে বহিষ্কার করল ভবানীপুর এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইউরোপের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ এডুকেটর পল নিয়ারিকে বহিষ্কার করা হল ভবানিপুর ক্লাবের তরফে। ভবানীপুর ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে যুক্ত হয়েছিলেন পল নিয়ারি। তবে মূলত বিশ্বাসভঙ্গের কারণেই পল নিয়ারিকে টিডির পদ থেকে সরানো হয়েছে বলে জানানো হয়েছে ভবানীপুর ক্লাবের তরফে। ঠিক কী কী কারণে পল নিয়ারির মতো বিশ্ববিখ্যাত একজন কোচ এডুকেটরকে সরানো হল? চলুন জেনে নেওয়া যাক-
ভবানীপুর ক্লাবের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে পল নিয়ারিকে বহিষ্কার করার প্রধান কারণ হল পল নিয়ারির সাথে ভবানীপুর ক্লাবের এমন চুক্তি হয়েছিল, যে চুক্তি অনুযায়ী পল নিয়ারি চলতি বছরে কলকাতায় ৮ থেকে ৯ মাস নিজে উপস্থিত থাকবেন। কিন্তু পল তাঁর পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে উপস্থিত থাকতে পারেননি। তাঁর সমস্যার কথা বুঝে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বাংলার এই ক্লাব।
তবে পরবর্তী সময় ক্লাবের কর্মকর্তারা জানতে পারেন যে পল নিয়ারি পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে পল নিয়ারি অ্যাকাডেমি তৈরির কাজে ব্যস্ত রয়েছেন।
আরও পড়ুন- এবার হার্দিককেই সরিয়ে দিলেন রোহিত, দেখুন ভিডিও
এর পাশাপাশি ক্লাবের তরফে আরও জানানো হয়েছে যে, এই বিষয়টি জানতে পেরে পলের সাথে ক্লাব যোগাযোগ করলে তিনি নিশ্চিত করেন যে তাঁর অ্যাকাডেমিগুলিতে ভবানীপুর ক্লাবেরও নাম ব্যবহার করা হবে। যা আসলে হয়নি।
আরও পড়ুন- মুম্বইয়ের হয়ে ২০০ ম্যাচ, রোহিতকে বিশেষ উপহার শচীন তেন্ডুলকরের
এছাড়াও পল নিয়ারি এর আগে মহারাষ্ট্রের কোরভাস স্কুলে ঠিক ভাবে না জানিয়েই ছেড়ে দিয়েছিলেন। সেই একই ঘটনা ভবানীপুর ক্লাবে হলে ক্লাবের অনূর্ধ্ব-১৩, ১৫ ফুটবলারদের কী হবে?
এছাড়াও পল এসেছিলেন ট্যুরিস্ট ভিসায় এবং ভবানীপুর ক্লাবে যুক্ত হওয়ার তিনি কর্মসূত্রের ভিসা পাওয়ার জন্য ক্লাব থেকে চিঠি নিয়েছিলেন। তবে তাঁর বর্তমান পরিস্থিতির বিষয় ক্লাবের কাছে কোনও খবর না থাকার কারণে এই বিষয়টিকেও তুলে এনেছে ভবানীপুর ক্লাব।