বিতর্কে থাকলেও সেটাই ছিল সুভাষদার গ্রেটনেস ! গুরুর প্রয়াণে স্মৃতিচারণা বাইচুং ভুটিয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলে গেলেন সুভাষ ভৌমিক, তবুও তিনি অমর হয়ে থাকবেন ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে। আজকের দিনের অসংখ্য কিংবদন্তি, যারা ভারতীয় ফুটবলে দাপিয়ে বেড়িয়েছেন, তারাও সান্নিধ্য পেয়েছেন সুভাষ ভৌমিকের। শনিবার তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ফুটবল।
আর গুরুর স্মৃতিচারণায় মাতলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া। এই সুভাষ ভৌমিকের অধীনে দাপিয়ে খেলেছেন বাইচুং। আর গুরুর প্রয়াণে স্বভাবতই শোকস্তব্ধ তিনি।
একটি ভিডিও বার্তায় বাইচুং বলেছেন, "আমার খুব ভালো সম্পর্ক ছিল সুভাষদার সাথে। ওনার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে, আশিয়ান কাপ জেতা তার মধ্যে অন্যতম। যখন আমি প্রথম ইস্টবেঙ্গলে সই করি, তখন থেকেই দেখি, সুভাষ দা লোকটা অনেক ভোকাল ছিল। ওনার এই স্বভাবের জন্য অনেক বিতর্কের মধ্যে জড়িয়েছেন, কিন্তু সেটাই ওনার গ্রেটনেস। আমরা ওনাকে অনেক মিস করব। শান্তিতে ঘুমোন সুভাষদা।"