বসুন্ধরার ঝাঁঝালো আক্রমণকে স্তব্ধ করে দিল দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরুর অসাধারণ খেলা

বেঙ্গালুরু এফসি - ০
বসুন্ধরা কিংস - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গ্রুপ ডি এর অন্যতম ফেভারিট বসুন্ধরা কিংসের বিরুদ্ধে কাজটা একেবারেই সহজ ছিল না মার্কো পেজ্জাউলির ছেলেদের জন্য। কিন্তু দারুণ লড়াই করে আক্রমণাত্মক বসুন্ধরাকে রুখে দিয়ে এএফসি কাপে নিজেদের আশা জিইয়ে রাখল বেঙ্গালুরু এফসি।
বসুন্ধরার তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহো বারবার সমস্যায় ফেলছিল রোন্ডু মুসাভু-কিং ও সুরেশ সিংকে। তবে বেঙ্গালুরু একাধিকবার কর্নার থেকে সুযোগ তৈরি করেছিল। সেটপিসে বেশ নড়বড়ে লাগছিল বসুন্ধরাকে, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি সুনীলরা।
দ্বিতীয়ার্ধে রবিনহো ও বেক্কেরার আক্রমণে নাজেহাল হয়ে পড়ে বেঙ্গালুরু। ৫৬ মিনিটে রবিনহোর শট সেভ করেন গুরপ্রীত, কিন্তু সেটি গোললাইন থেকে বাঁচান নাওরেম রোশন সিং। এরপর সুনীল ছেত্রী দারুণ সুযোগ পেয়েও হেড বাইরে মারেন। ৭৪ মিনিটে ক্লেইটন সিলভার কর্নার থেকে অ্যালান কোস্টার হেড পোস্টে লাগে। শেষের দিকে বেঙ্গালুরু মরিয়া চেষ্টা চালালেও কোনও লাভ হয়নি। আর এর জেরে শেষ অবধি ড্রতেই সন্তুষ্ট থাকতে হল বেঙ্গালুরুকে।
এদিনের ম্যাচে বেশ নজর কাড়েন রোশন সিং, দানিশ ফারুখ, পরাগ শ্রীবাস্তবরা। কিন্তু এই ড্রয়ের জেরে বেঙ্গালুরু এফসির কাজ কঠিন হয়ে গেল। মাজিয়ার বিরুদ্ধে শুধু শেষ ম্যাচ বড় ব্যবধানে জিতলেই হবে না, তাদের নজর রাখতে হবে এটিকে মোহনবাগান ও বসুন্ধরা কিংসের উপরেও।