তিন নয়া বিদেশী নিয়ে এএফসি কাপ প্লেঅফসের স্কোয়াড ঘোষণা করল বেঙ্গালুরু এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার বেঙ্গালুরু এফসি আসন্ন এএফসি কাপ প্লেঅফ ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করল। এবং এই দলে বেশ কিছু চমক এনেছেন কোচ মার্কো পেজ্জাওউলি। কেবল তিন বিদেশী নিয়েই মালদ্বীপ উড়ে যাবে বেঙ্গালুরু এফসি।
দুই ডিফেন্ডার অ্যালান কোস্তা ও রোন্ডু মুসাভু কিং এবং স্ট্রাইকার ক্লেইটন সিলভা রয়েছেন স্কোয়াডে। ফলে বাদ পড়েছেন এছাড়া নয়া সাইনিং হিসেবে আসা হরমনপ্রীত সিং, জয়েশ রানে, বিদ্যাসাগর সিং, সার্থক গোলুই, দানিশ ফারুখ ও রোহিত কুমার সুযোগ পেয়েছেন। এছাড়া রিজার্ভ দল থেকে সুযোগ পেয়েছেন গোলকিপার শ্যারন পাদাত্তিল, মিডফিল্ডার মুহাম্মাদ ইনায়াথ এবং স্ট্রাইকার আকাশদীপ সিং ও শিবাশক্তি নারায়নান।
আগামী ১৫ আগস্ট সুনীল ছেত্রীর নেতৃত্বে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিরুদ্ধে নামবে বেঙ্গালুরু এফসি। এবং সেই ম্যাচ জিতলে মূলপর্বে গ্রুপ ডিতে প্রবেশ করবে বেঙ্গালুরু। সেখানে তারা খেলবে এটিকে মোহনবাগান, বসুন্ধরা কিংস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে।
এক নজরে দেখে নিন বেঙ্গালুরু এফসির স্কোয়াড -
গোলকিপার - গুরপ্রীত সিং সান্ধু, লালথুয়াম্মাউইয়া রালতে, লারা শর্মা, শ্যারন পাদাত্তিল।
ডিফেন্ডার - প্রতীক চৌধুরী, উয়ুংনায়াম মুইরাম, অজিথ কুমার, আশিক কুরুনিয়ন, পরাগ শ্রীবাস, রোন্ডু মুসাভু-কিং, বিশ্ব দারজি, অ্যালান কোস্তা, সার্থক গোলুই।
মিডফিল্ডার - সুরেশ ওয়াংঝাম, নামগ্যাল ভুটিয়া, জয়েশ রানে, দানিশ ফারুখ, রোহিত কুমার, মুহাম্মদ ইনায়াথ, অজয় ছেত্রী।
ফরোয়ার্ড - সুনীল ছেত্রী, উদান্তা সিং, ক্লেইটন সিলভা, লিওন অগাস্টিন, নাওরেম রোশন সিং, বিদ্যাসাগর সিং, শিবাশক্তি নারায়নান, আকাশদীপ সিং, হরমনপ্রীত সিং।