মিশন আইএসএল : গোয়ার উদ্দেশ্যে রওনা দিল এসসি ইস্টবেঙ্গলের বঙ্গ ব্রিগেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এসসি ইস্টবেঙ্গলের দলগঠন একেবারে তৈরি। এবার প্রস্তুতির পালা। ইতিমধ্যেই গোয়ায় এসে পৌঁছেছেন বিদেশী ফ্রাঞ্জো পর্চে এবং হেড কোচ মানোলো ডিয়াজ, টিম ম্যানেজার মৃদুল ব্যানার্জি সহ লাল-হলুদের সাপোর্ট স্টাফ।
এবার গোয়ার উদ্দেশ্যে রওনা এসসি ইস্টবেঙ্গলের বাঙালি ব্রিগেড। কলকাতা বিমানবন্দরে ছিলেন মহম্মদ রফিক, শুভম সেন, সৌরভ দাস, শঙ্কর রায়, হীরা মন্ডল, শুভ ঘোষ ও অঙ্কিত মুখার্জি। ইস্টবেঙ্গল সমর্থকরা এসে বাঙালি খেলোয়াড়দের স্মারক দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টিন সেরে ইতিমধ্যেই গোয়া পৌঁছে গিয়েছেন অরিন্দম ভট্টাচার্য। নিজের ইনস্টাগ্রামে অরিন্দম সেখানকার কিছু ছবি শেয়ারও করেন। কোয়ারেন্টিন সেরে নেওয়ার পর আশা করা যায়, অক্টোবরের প্রথম সপ্তাহেই প্রস্তুতি শুরু করে নেবে মানোলো ডিয়াজের নেতৃত্বাধীন এসসি ইস্টবেঙ্গল।