সন্তোষ ট্রফির নকআউটের জন্য ঘোষিত বাংলা দল, এল একাধিক পরিবর্তন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার সন্তোষ ট্রফির নকআউট পর্বে খেলতে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিল বাংলা দল। হেড কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে মূলপর্বের জন্য দল নির্বাচন হল বাংলার।
আর এই দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। সন্দীপ পাত্রর জায়গায় কাস্টমসের বিশ্বজিৎ হেমব্রম এবং অমরনাথ বাস্কের জায়গায় ইউনাইটেড স্পোর্টসের সুদীপ্ত মালাকারকে দলে নেওয়া হল।
তবে প্রাথমিক পর্বের মত মূলপর্বেও অধিনায়ক ঘোষণা করেননি বিশ্বজিৎ ভট্টাচার্য। এদিকে দলের সাথে অনুশীলন করলেও রেজিস্ট্রেশন না হওয়ায় জায়গা হল না জিতেন মুর্মুর।
এক নজরে দেখে নিই সন্তোষ ট্রফির মূলপর্বের জন্য বাংলা দল -
রাজা বর্মণ, সুশ্নাত মালিক, শুভম রায়, অমিত চক্রবর্তী, টোটন দাস, সৌরিশ লোধ চৌধুরি, আকাশ মুখার্জি, অমিত টুডু, বিশ্বজিৎ হেমব্রম, সুরজিত শীল, দীপক রজক, সুরজিত হাঁসদা, বিবেক সিং, সুদীপ্ত মালাকার, রাকেশ ধারা, তারক হেমব্রম, বাসুদেব মান্ডি, সৌগত হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদা, সুব্রত মুর্মু, সৌভিক কর।