সন্তোষ ট্রফির পরবর্তী পর্বে যেতে গেলে শেষ ম্যাচ জিততেই হবে বাংলাকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সন্তোষ ট্রফির দ্বিতীয় ম্যাচে ছত্তিশগড় কে ২ - ০ ব্যবধানে হারালো সিকিম । আগের ম্যাচে বাংলা ছত্তিশগড় কে ২ - ০ ব্যবধানে হারানোয় পরের ম্যাচ কার্যত বাংলার জন্য মাস্ট উইন গেম হয়ে দাঁড়ালো। সন্তোষ ট্রফির মূলপর্বে যেতে গেলে বাংলাকে সিকিমকে হারাতেই হবে।
পরের ম্যাচের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী দেখালো বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্যকে । বাংলার হেডস্যার জানালেন "আজকে সিকিম ২ গোলে জিতে যাওয়ায় বাংলার কাছে সিকিম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ, আর বাংলা সব সময় জেতার জন্যই খেলতে নামে। আমরা আশাবাদী পরের ম্যাচে আমরা জিতবোই"