আজ চ্যাম্পিয়নস লীগে বার্সেলোনার ঘরের মাঠে মুখোমুখি বেনফিকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক :- আজ চ্যাম্পিয়নস লীগে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে বেনফিকার| কোচ হিসেবে স্যাভির অভিষেক হতে চলেছে আজকের ম্যাচে | চ্যাম্পিয়নস লীগে প্রথম পর্বের সাক্ষাতে জঘন্য ফুটবল খেলে ৩ গোলে বেনফিকার বিরুদ্ধে হেরে যায় | আজ দ্বিতীয় পর্বের সাক্ষাতে ঘরের মাঠে নামছে কার্যত বদলার ম্যাচ হতে চলেছে বেনফিকার বিরুদ্ধে তাদের |
পরবর্তী রাউন্ড যেতে গেলে তাদের এই ম্যাচ জিততেই হবে কারণ পয়েন্টের নিরিখে তাদের ঘাড়ের ওপর কার্যত নিশ্বাস ফেলছে পর্তুগিজ ক্লাবটি| নতুন কোচ স্যাভির হাতে পড়ে এখন অনেকটাই চনমনে বার্সেলোনা তার কোচ হিসেবে অভিষেক ম্যাচেই এস্পানিওলের বিরুদ্ধে জয়লাভ করেছে দল| কিন্তু খেলার নিরিখে এই ম্যাচে বেনফিকা ও পিছিয়ে নেই তাই বলাই যায় |বলাই বাহুল্য আজকের ম্যাচে ফুটবলপ্রেমি মানুষেরা আজকের রাতে দারুণ ফুটবল উপহার পেতে চলেছে|
দুই দলের প্রথম একাদশ :
বার্সেলোনা (৪-৩-৩): মার্ক-আন্দ্রে টের স্টেগেন, অস্কার মিনগুয়েজা গার্সিয়া, জেরার্ড পিকে, রোনাল্দ আরাউহো, জর্দি আলবা, গাভিরা, সের্হিও বুস্কেৎস্, ফ্রেঙ্কি দে জং, সের্জিনো ডেস্ট, মেম্ফিস ডিপে, ফিলিপ কুটিনহো
বেনফিকা (৩-৪-৩): ওডিসিয়াস ভ্লাচোদিমোস, নিকোলাস ওটামেন্ডি, মোরাতো, ইয়ান ভের্তঘেন, গিলবার্তো, পিজ্জি, জুলিয়ান উইগল, অ্যালেক্স গ্রিমালদো, রাফা সিলভা, রোমান ইয়ারেমচুক, ডারউইন নুনেজ