চ্যাম্পিয়নস লিগে হেরেই চলেছে এফসি বার্সিলোনা, বেনফিকার কাছে করুণ পরাজয়

বেনফিকা - ৩ (ডারউইন নুনেজ - ২ (পেনাল্টি - ১), রাফা সিলভা)
এফসি বার্সিলোনা - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লিওনেল মেসির বিদায়ের পর একেবারে ছন্দহীন এফসি বার্সিলোনা। বুধবার পর্তুগিজ ক্লাব বেনফিকার কাছে অ্যাওয়ে ম্যাচে হতাশাজনক হার হজম করল বার্সা। আর এরই সাথে পরের রাউন্ডে ওঠা মুশকিল হয়ে গেল রোনাল্ড কোয়েম্যানের ছেলেদের জন্য।
বল পজেশনে বরাবরের মত বার্সা এগিয়ে থাকলেও আক্রমণে বেনফিকাই মাত দিয়ে দেয়। বার্সিলোনার কেবল একটিই শট টার্গেটে থাকে, যা থেকে বোঝা যায় ফাইনাল থার্ডে কাতালান জায়ান্টদের অক্ষমতা। তুলনায় বেনফিকার আক্রমণে নাজেহাল অবস্থা হয়ে যায় বার্সার ডিফেন্ডারদের, বিশেষ করে পিকের প্রস্থানের পর।
প্রথমেই এগিয়ে যায় বেনফিকা। ৩ মিনিটে জুলিয়ান উইগেলের পাস পেয়ে অফসাইড ট্র্যাপ পেরিয়ে এরিক গার্সিয়াকে টপকে গোল করেন উরুগুয়ের ফরোয়ার্ড ডারউইন নুনেজ। তবে ৩৩ মিনিটে চোট পেয়ে বেরিয়ে যান পিকে। আর তারপরেই খেলা ধরে নেয় বেনফিকা। ৬৯ মিনিটে জোয়াও মারিও পাস বাড়ান ইয়ারেমচুককে, যিনি শট মারলে সেভ করেন টের স্টেগেন, কিন্তু ফিরতি বল পেয়ে তা ফাঁকা জালে ঢুকিয়ে দেন রাফা সিলভা।
এরপর ৭৮ মিনিটে বক্সের মধ্যে হ্যান্ডবল করেন সের্জিনো ডেস্ট, যা থেকে পেনাল্টি পায় বেনফিকা। স্পট কিক থেকে কোনও ভুল করেননি নুনেজ। আর ৮৯ মিনিটে দুটি হলুদ কার্ড দেখে বিদায় নেন বার্সিলোনার এরিক গার্সিয়া।
গত চ্যাম্পিয়নস লিগ থেকে দেখলে, বার্সিলোনা শেষ তিন ম্যাচে ১৪টি গোল খেয়েছে, যেখানে গোল করেছে মাত্র দুটি। সুতরাং এটি স্পষ্ট, ডিফেন্সে প্রচুর মেরামত করতে হবে কোচ রোনাল্ড কোয়েম্যানকে। নয়ত ইউরোপা লিগের রাস্তা ক্রমশই খুলছে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ীদের জন্য।