পেনাল্টি সেভের পর প্রকাশ্যে প্রেমিকাকে চুমু খেলেন থিবো কুর্তোয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার বিশ্বকাপের মহারণে কানাডার বিরুদ্ধে ১-০ ফলে জেতে বেলজিয়াম। আর এই জয়টির ক্ষেত্রে বড় হাত রয়েছে তারকা বেলজিয়ান গোলকিপার থিবো কুর্তোয়ার। ম্যাচের নবম মিনিটে কানাডার আলফান্সো ডেভিসের পেনাল্টি বাঁচান কুর্তোয়া। এবং শেষ অবধি মিচি বাতসুয়ায়ির গোলে জয় পায় বেলজিয়াম।
আর প্রেমিক কুর্তোয়ার এই কৃতিত্বে দারুণ খুশি তার ভাবী স্ত্রী মিশেল গেরজিগ। ২৫ বছর বয়সী মিশেল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "আমার রাজা।" সেই ছবিতে দেখা যায়, ডেভিসের পেনাল্টি বাঁচাচ্ছেন কুর্তোয়া।
এরপর ম্যাচের পর আনন্দে নিজের স্প্যানিশ মডেল প্রেমিকাকে স্ট্যান্ডে গিয়ে প্রকাশ্যে চুম্বন খান কুর্তোয়া। আর সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাতারের মত রক্ষণশীল দেশে, যেখানে একাধিক জিনিসই নিষিদ্ধ, সেখানে কুর্তোয়ার এভাবে প্রকাশ্যে চুম্বন খাওয়াটা রীতিমত চাঞ্চল্য সৃষ্টি করেছে।
করোনার সময়ে লকডাউন চলাকালীন সোশ্যাল মিডিয়ায় মেসেজিংয়ের মাধ্যমে প্রেমালাপ হয় কুর্তোয়া ও মিশেলের। গত বছর থিবো কুর্তোয়া প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেন। গত জুন মাসে ছুটি কাটানোর সময় কুর্তোয়া মিশেলকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন।