রাশিয়ার জঘন্য খেলায় দাপুটে জয় বেলজিয়ামের, এরিকসনকে গোল উৎসর্গ লুকাকুর

বেলজিয়াম - ৩ (রোমেলু লুকাকু - ২, থমাস মিউনিয়ের)
রাশিয়া - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্বের এক নম্বর র্যাঙ্কিংয়ে থাকা দলের বিরুদ্ধে নামার আগে সতর্ক হয়ে নামতে হয়। কিন্তু ঘরের মাঠে যে জঘন্য খেলার নজির দেখাল রাশিয়া, বোঝাই যাবে না এই দলটিই ২০১৮ বিশ্বকাপে দাপট দেখিয়েছিল। অন্যদিকে সুযোগের সদ্ব্যবহার করে ইউরো অভিযান দারুণভাবে শুরু করল বেলজিয়াম।
শুরু থেকেই আক্রমণের দাপট দেখিয়েছে বেলজিয়াম। আর অন্যদিকে ডিফেন্সে ভুল করেই গিয়েছে রাশিয়া। ১০ মিনিটে রাশিয়ান ডিফেন্ডারের গায়ে লেগে ফাঁকা বল পান রোমেলু লুকাকু, আর গোল করতে ভুল করেননি তিনি। গোলের পর ক্যামেরার কাছে গিয়ে ইন্টার মিলান সতীর্থ ক্রিশ্চিয়ান এরিকসনের সুস্থতা কামনা করেন লুকাকু।
এরপর ৩৩ মিনিটে ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিং করেন থমাস মিউনিয়ের। দুই গোলে এগিয়ে থেকে অনেকটা নিশ্চয়তা পেয়ে গিয়েছিল বিশ্বের এক নম্বর দল বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেও সেই ছন্দ দেখাতে পারেনি রাশিয়া। ৮৮ মিনিটে থমাস মিউনিয়েরের পাসে গোল করেন লুকাকু।
নিজেদের দলের দুরন্ত খেলোয়াড় কেভিন ডি ব্রুইনকে ছাড়াই যে দাপুটে জয় দেখাল বেলজিয়াম, তা সত্যিই অসাধারণ। আর এই দুরন্ত জয়ের জেরে নিজের একাধিপত্যকে আরও একবার চিনিয়ে দিল রেড ডেভিলসরা।