নক্ষত্রপতন! বেলজিয়ান দেওয়ালে আটকাল পর্তুগাল, বিদায় ইউরোপ সেরাদের

বেলজিয়াম - ১ (থর্গান হ্যাজার্ড)
পর্তুগাল - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউরোয় নক্ষত্রপতন, ছিটকে গেল ইউরোপ সেরারা। সেভিলে শেষ ১৬ এর হেভিওয়েট লড়াইয়ে পর্তুগালকে হারাল বেলজিয়াম। পর্তুগালের মরিয়া চেষ্টা সত্ত্বেও বেলজিয়ান ডিফেন্স ও সামান্য দুর্ভাগ্যের জেরে জয় হাসিল পারেনি।
প্রথমার্ধে দুই দলই মোটামুটি খেলছিল। পর্তুগালের দিয়েগো জোটা বড় সুযোগ পেয়েও বাইরে মারেন। তবে সুযোগ পেয়ে বেলজিয়ামকে এগিয়ে দেন থর্গান হ্যাজার্ড। ৪২ মিনিটে ডান পায়ের দুরন্ত শটে রুই প্যাত্রিসিওকে পরাস্ত করেন হ্যাজার্ড।
তবে দ্বিতীয়ার্ধে পুরোপুরিই পর্তুগাল লড়ে গিয়েছে। একের পর এক আক্রমণে নাভিশ্বাস তুলে দিয়েছিল বেলজিয়ান ডিফেন্সের। পরিবর্ত হিসেবে নামা ব্রুনো ফার্নান্ডেস একাধিক বল বাড়ালেও হয় সেই বল ক্লিয়ার করছেন জান ভের্তোনগেন-থিবো কুর্তোয়ারা, নইলে মিস করছেন আন্দ্রে সিলভা-জোয়াও ফেলিক্সরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজ উদ্যোগে কিছু চেষ্টা চালালেও সেই প্রভাব দেখাতে পারেননি।
শেষ অবধি থর্গান হ্যাজার্ডের গোলেই বাজিমাত করে ফেলল বেলজিয়াম। এবং কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ইতালির বিরুদ্ধে খেলবেন লুকাকু-ডি ব্রুইনরা। এদিকে বিদায় নিল ডিফেন্ডিং ইউরো ও নেশনস লিগ চ্যাম্পিয়নরা। পারলেন না রোনাল্ডো, আবারও নিজের দেশকে সাফল্য দিতে।