ফিফা বিশ্বকাপ ২০২২ : ঘোষিত হল বেলজিয়ামের ২৬ সদস্যের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এই যুগের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল দেশ বলা হয় বেলজিয়ামদের। এক ঝাঁক তরুণ ফুটবলার একসাথে তারকা হয়ে উঠেছেন বেলজিয়াম দলে। কেভিন ডি ব্রুয়েন, লুকাকু, হ্যাজার্ড, থিবো কুর্তোয়া বর্তমান ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে কয়েকজন। তবে শেষ বিশ্বকাপে অনেক আশা নিয়ে শুরু করেও টুর্নামেন্ট জয় আর হয়ে ওঠেনি তাদের।
গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়াম ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য তাদের ২৬ জন সদস্যের দল ঘোষণা করেছে। গত বিশ্বকাপের ডার্ক হর্স এই বিশ্বকাপেও ভালো কিছু করবে এমনটাই আশা করছেন বিশেষজ্ঞদের একাংশ। বেলজিয়াম ২০২২ বিশ্বকাপে গ্রুপ 'এফ' এ রয়েছে। তাদের গ্রুপ পর্যায় খেলতে হবে কানাডা, মরোক্কো এবং শক্তিশালী ক্রোয়েশিয়ার সাথে।
কোচ রবার্টো মার্টিনেজ বেলজিয়ামের প্রধান ২৬ খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন। দেখে নিন কোন কোন খেলোয়াড় খেলতে চলেছেন বেলজিয়ামের হয়ে।
গোলকিপার - থিবো কুর্তোয়া, সাইমন মাইনোলেট, কিওন ক্যাস্টিলস
ডিফেন্ডার - ইয়ান ভের্তোঙ্গেন, টোবি অল্ডারওয়াইরেল্ড, লিয়েন্ডার ডেনডোকার, জেনো ডেবাস্ট, আর্থার থিয়াটে, উট ফায়েস
মিডফিল্ডার - হান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল, ইউরি টিলেম্যান্স, আমাদু ওনানা, কেভিন ডি ব্রুইন, ইয়ানিক ক্যারাস্কো, থরগান হ্যাজার্ড, টিমোথি ক্যাস্টাগনে, থমাস মিউনিয়ের
ফরোয়ার্ড - রোমেলু লুকাকু, মিচি বাতসুয়ায়ি, লই ওপেন্ডা, চার্লস ডে কেটেলায়েরে, ইডেন হ্যাজার্ড, জেরেমি ডোকু, ড্রিস মার্টেন্স, লিয়ান্ড্রো ট্রোসার্ড।