এসসি ইস্টবেঙ্গলের চুড়ান্ত অপেশাদারিত্বে কমল না আন্তোনিও পেরোসেভিচের শাস্তি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জল্পনা ছিল, এসসি ইস্টবেঙ্গলের তারকা ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচের পাঁচ ম্যাচ নির্বাসনের শাস্তি কমতে চলেছে, এবং আগামী ১৯ জানুয়ারি এফসি গোয়ার বিরুদ্ধে নামতে পারেন ক্রোয়েশিয়ান তারকা। তবে সেই জল্পনায় পুরো জল ঢেলে দিল অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি।
কিন্তু এক্ষেত্রে যা খবর, শ্রী সিমেন্টের চুড়ান্ত অপেশাদারিত্বে আন্তোনিও পেরোসেভিচের শাস্তি কমল না। জানা গিয়েছে, আন্তোনিও পেরোসেভিচ শাস্তি কমানোর আবেদন করার পর আপিল কমিটি এসসি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টকে শুনানির বৈঠকে আসতে বলেছিল। কিন্তু শ্রী সিমেন্ট, বরং বলা ভালো শ্রেণিক শেঠের চুড়ান্ত অপেশাদারিত্বের জেরে পুরো বিষয়টি জটিল হয়ে গিয়েছে।
পেরোসেভিচের শাস্তি কমানোর আপিল করা হয়েছিল, সেই মত সোমবার সন্ধ্যে সাড়ে সাতটায় আপিল কমিটি শুনানির বৈঠক ডেকেছিল, কিন্তু ঐ বৈঠকে উপস্থিত ছিলেন না এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কোনও প্রতিনিধি। নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর, অর্থাৎ রাত ৮.১৫ নাগাদ এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে একটি ফোন আসে, বলা হয় যে বৈঠকের অনলাইন লিঙ্কটি পুনরায় পাঠাতে।
প্রসঙ্গত, অফিশিয়াল মেইলের মাধ্যমে ফেডারেশনের আপিল কমিটির পক্ষ থেকে অনেক আগেই সেই লিঙ্ক পাঠানো হয়েছিল। চুড়ান্ত অপেশাদার ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ সেই লিঙ্ক খুলেই দেখেনি। এসসি ইস্টবেঙ্গল কি আদৌ পেরোসেভিচের মত এক গুরুত্বপূর্ণ ফুটবলারের শাস্তি কমানোর জন্য আন্তরিক ছিল? সৌরভ কৃপালের সভাপতিত্বে, সাভিও মেসিয়াস, তমাল মুখার্জিদের আপিল কমিটি অপেক্ষা করেও এসসি ইস্টবেঙ্গলের কাউকে পায়নি বৈঠকে।
শোনা যাচ্ছে, শ্রেণিক শেঠকে ফেডারেশনের তরফ থেকে বলা হয়েছিল যেন সেই শুনানির বৈঠকে যোগ দেন সিইও কর্নেল শিবাজি সমাদ্দার। কিন্তু তিনিও গরহাজির ছিলেন। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর আপিল কমিটি সেই আবেদন খারিজ করে দেয় এবং পুরোনো সিদ্ধান্ত বহাল রাখে। পাঁচ ম্যাচ নির্বাসন ও এক লক্ষ টাকা জরিমানাই বহাল থাকল পেরোসেভিচের জন্য। এর সাথে, আপিল কমিটির বৈঠকের জন্য, ফেডারেশনের আইন অনুযায়ী, ৬০ হাজার টাকা দিতে হবে পেরোসেভিচ অর্থাৎ এসসি ইস্টবেঙ্গলকে।