পাঁচ গোলের ধাক্কায় ৪৯ বছরের লজ্জায় ডুবল পূর্ণশক্তির বায়ার্ন মিউনিখ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এত দিন বিপক্ষ দলগুলিকে গোলের মালা পরিয়ে উদযাপনে মেতে থাকত বুন্দেশলিগার একচ্ছত্র দল বায়ার্ন মিউনিখ। কিন্তু এবার সেই দম্ভ এক ধাক্কায় উড়ে গেল। জুরগেন নাগেলসম্যানের অধীনে পাঁচ গোলের লজ্জায় ডুবল বায়ার্ন।
ডিএফবি পোকাল কাপে বরুসিয়া মুনচেনগ্লাডবাখের কাছে ০-৫ এ পরাস্ত হয়ে ছিটকে গেল বায়ার্ন। ৭১ সেকেন্ডেই বায়ার্ন প্রথম গোল খায় এবং ২১ মিনিটে ৩-০ ফলে এগিয়ে যায় গ্লাববাখ। কুয়াদিও কোনের গোল এবং রামি বেনসেবাইনি ও ব্রিল এমবোলোর জোড়া গোলে বায়ার্নকে পরাস্ত করে গ্লাডবাখ।
আর এই হার ৪৯ বছরে জার্মান কাপে বায়ার্নের সব থেকে বড় হার। ১৯৭২ সালে কোলোনের কাছে ১-৫ ফলে হেরেছিল বায়ার্ন।