বিশ্বকাপ জিতলে নেড়া হব! জানালেন এই বার্সেলোনা তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ ফিফা বিশ্বকাপের অন্যতম দাবিদার লুইস এনরিকের স্পেন দেশ। ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন এই বিশ্বকাপে গ্রুপ 'ই' তে রয়েছে। এই গ্রুপে তাঁরা মুখোমুখি হবে জার্মানি, কোস্টা রিকা এবং জাপানের। কঠিন গ্রুপে থাকলেও ফুটবল মহল মনে করছে স্পেন লড়াই করবে সেরার সেরা শিরোপা জয়ের জন্য।
তবে সম্প্রতি স্প্যানিশ এবং বার্সেলোনা মিডফিল্ডার পেড্রি জানিয়েছেন স্পেন ২০২২ ফিফা বিশ্বকাপ জিতলে তিনি তাঁর মাথার সমস্ত চুল কেটে ফেলবেন।
স্পেনের ২৬ জনের দলে সুযোগ পেয়েছেন পেড্রি। ১৯ বছর বয়সী পেড্রি বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তরুণ প্রতিভা। সম্ভবত কোচ এনরিকে তাঁকে সব ম্যাচে প্রথম একাদশেও রাখবেন।
সম্প্রতি স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্সাকে পেড্রি জানিয়েছেন, "আমরা যদি জিতি(বিশ্বকাপ), আমি আমার হেয়ারড্রেসারকে নেড়া করতে অথবা অন্য কিছু করতে দেব।"
এর সাথে তিনি যোগ করেছেন, "আমদের একটি তরুণ দল রয়েছে যারা ভাল খেলতে চায় এবং জিততে চায়। এটি খেলার মাঠে আমরা নামলেই দেখা যায়। আমাদের তারুণ্য আমাদের বিপক্ষে নয় আমাদের পক্ষে যাবে বলে আমি মনে করি।"