প্রীতি এল ক্লাসিকোয় রাফিনহার গোলে রিয়াল মাদ্রিদকে হারাল এফসি বার্সিলোনা

রিয়াল মাদ্রিদ - ০
এফসি বার্সিলোনা - ১ (রাফিনহা)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লাস ভেগাসে আয়োজিত প্রীতি এল ক্লাসিকো ম্যাচে জিতল বার্সিলোনা। রবিবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে রাফিনহার গোলে জয় পায় বার্সিলোনা। এবং যোগ্য দল হিসেবেই জয় হাসিল করে বার্সা।
এই ম্যাচে বার্সিলোনার হয়ে অভিষেক করেন রবার্ট লেওয়ানডস্কি, অন্যদিকে ইডেন হ্যাজার্ড রিয়াল মাদ্রিদের আক্রমণের দায়িত্বে ছিলেন প্রথমার্ধে। বার্সিলোনার প্রেসিং ফুটবলের সামনে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারছিল না রিয়াল। আর সেটিরই সুযোগ নিয়ে গোল করে বার্সা।
২৭ মিনিটে রিয়াল মাদ্রিদ ডিফেন্সে প্রেস করে বল ছিনিয়ে নেয় বার্সিলোনা, আর দুরপাল্লার শট মেরে থিবো কুর্তোয়াকে পরাস্ত করে গোল করেন রাফিনহা।
এরপর দ্বিতীয়ার্ধে ভিন্ন দল নামায় দুই দলই। কিন্তু শেষ অবধি রাফিনহার গোলেই জয় তুলে নেয় বার্সিলোনা। আর এর জেরে পরপর দুটি এল ক্লাসিকোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হারাতে সক্ষম হয়েছে নতুনভাবে গড়ে ওঠা বার্সিলোনা।