মেসির যোগদানে ইন্টার মায়ামির টিকিটের দাম আকাশছোঁয়া! মেসিকে দেখতে খরচ কত?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মেসি ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন এই খবর প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ইন্টার মায়ামির ফলোয়ার সংখ্যা বেড়ে গিয়েছিল দ্বিগুণ। এবার টিকিটের দামও ১০০০ গুণ বেড়ে গেল ইন্টার মায়ামির ম্যাচের। টিকিটের জন্য হা হা কার করছেন সমর্থকরা। মেজর লিগ সকারে খেলে এই ক্লাবটি।
মেসি দলে এখনও যোগ দেননি। কিন্তু তার আগেই পরবর্তী ম্যাচগুলোর টিকিটের চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে, যা মূল্য তার থেকে ১৪০০ গুণ বেশি অর্থে বিক্রি করতে হচ্ছে টিকিট।
মূলত অগাস্টে যে যে ম্যাচগুলো মায়ামি খেলবে তারই টিকিটের দাম বেড়ে গিয়েছে। একটি টিকিটের মূল্য হয়েছে ৩০০ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৪, ৮০০ টাকা। পয়েন্ট টেবিলে সবার নীচে থাকা মায়ামির আগামী ২৬ অগাস্ট ম্যাচ রয়েছে নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে। সেই ম্যাচে সর্বোচ্চ টিকিটের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা। এই ম্যাচগুলোতেই ন্যূনতম টিকিটের দাম শুরু হয় ভারতীয় মুদ্রায় ১৭০০ টাকা থেকে।
লস অ্যাঞ্জেলেসের বিরুদ্ধে ম্যাচে টিকিটের দাম শুরু হচ্ছে ৩৮৩ ডলার থেকে। যার মূল্য ভারতীয় মুদ্রায় ৩১,৭০০ টাকা। অরল্যান্ডো সিটি ও নিউ ইয়র্ক ম্যাচেও টিকিটের দাম আকাশছোঁয়া। কিন্তু টিকিটের এই আকাশছোঁয়া দাম সত্বেও মরশুমের বাকি টিকিট সব শেষ। এবার মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র।